পাশে ভাই আব্রাম! ইশান কিশান আউট হওয়ায় মুখ দিয়ে ‘F Word’ বেরিয়ে গেল সুহানার?
কলকাতা নাইট রাইডার্সের মালিক, অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা খানকে রবিবার মুম্বয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা যায়। কেআরকে-র ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন সুহানা, সঙ্গে ছিল বেবি ব্রাদার আব্রাম খান। ম্যাচ চলাকালীন সুহানাকে ইশান কিশানের আউট হওয়ার প্রতিক্রিয়া হিসেবে মুখ থেকে ‘এফ ওয়ার্ড’ বের করতে দেখা যায়। সেই ভিডিয়ো আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
রেডিটে শেয়ার হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ইশান কিশান, যিনি মাত্র ২১ বলে তার হাফ সেঞ্চুরি করেন রবিবারের ম্যাচে, বোল্ড হন। তখন স্ট্র্যান্ডে ভাই আব্রামকে নিয়ে দাঁড়িয়েছিলেন সুহানা। স্ন্যাক্স খাচ্ছিলেন। ক্যামেরা হঠাৎই শাহরুখের মেয়ের দিকে ঘোরে। নেটিজেনদের ধারণা আচমকাই সুহানার মুখ থেকে বেরিয়ে আসে এফ ওয়ার্ড।
এক নেটিজেন এতে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘খেলা দেখার সময় কে এরকম কথা বলে না! এটা নিয়ে এত বাড়াবাড়ি করার প্রয়োজন নেই।’ আরেকজন লিখলেন, ‘আজকের দিনে এটা খুব স্বাভাবিক হয়তো, তবে ছোট ভাইয়ের সামনে দাঁড়িয়ে এরকম কথা বলা ঠিক নয়।’ তৃতীয়জন লিখলেন, ‘এটা দেখে ভালো লাগল যে ও কেকেআরকে নিয়ে উৎসাহী। ওর বাবা মালিক এটুকু তো করবেই।’ আরও পড়ুন: মাতৃহারা অভিনেত্রী মহিমা চৌধুরী, ভেঙে পড়েছেন মায়ের আকষ্মিক মৃত্যুতে
খুব জলদি বাবার পথে হেঁটে বলিউডে পা রাখবেন সুহানা খান। জোয়া আখতারের পরিচালনায় দ্য আর্চিস দিয়ে করছেন অভিনয়ে আত্মপ্রকাশ। যা মুক্তি পাবে নেটফ্লিক্সে। এই ছবিতে সুহানার সঙ্গে ডেবিউ করছেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর আর অমিতাভের মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দা। আরও পড়ুন: হাসপাতালের বিছানায় মধুমিতা, চলছে স্যালাইন! হঠাৎ কী হল ‘চিনি ২’ নায়িকার?
তবে বলিউডে পা রাখার আগেই কেরিয়ারে এসেছে বড় সাফল্য। আন্তর্জাতিক নামী প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছেন তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শাহরুখ খান ও গৌরী দুজনেই।
অন্য দিকে, পাঠানের আকাশচুম্বী সাফল্যের পর শাহরুখকে এরপর দেখা যাবে জাওয়ান ছবিতে। শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলিজ থেকে আসছে এই ছবি। পরিচালনায় আটলি কুমার। প্রাথমিকভাবে ২ জুন এই সিনেমার মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছোতে পারে বলেই মনে করা হচ্ছে। বছরশেষে আসার কথা রয়েছে রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ-তাপসীর ডাঙ্কিও। সঙ্গে সলমন খানের ‘টাইগার ৩’-এও একটি কেমিও করার কথা রয়েছে কিং খানের।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here