পার পেলেন না হরভজনও, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে বাংলা টাইগার্সকে জেতালেন পাক তারকা
ব্যর্থ হল টিম ডেভিডের পালটা লড়াই। আবু ধাবি টি-১০ লিগে ঝড় তুলে বাংলা টাইগার্সকে জেতালেন ইফতিকার আহমেদ। পাক তারকার তাণ্ডবের সামনে ফিকে দেখায় ডেভিডের ঝোড়ো হাফ-সেঞ্চুরিকে। ইফতিকারের আগ্রাসন থেকে রেহাই পাননি হরভজন সিংও।
শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলা টাইগার্সের লড়াই ছিল দিল্লি বুলসের বিরুদ্ধে। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলা টাইগার্স। তারা নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৩৩ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
ইফতিকার ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৩০ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। ধ্বংসাত্মক ইনিংসে ইফতিকার ৫টি চার ও ৮টি ছক্কা মারেন।
ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্য়াচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
এছাড়া হজরতউল্লাহ জাজাই ৮ বলে ৯, জো ক্লার্ক ১০ বলে ২৫ ও কলিন মুনরো ১৪ বলে অপরাজিত ১৩ রান করেন। ১টি করে উইকেট নেন কীমো পল ও ডোয়েন ব্র্যাভো। হরভজন সিং দলের হয়ে সব থেকে কৃপণ বোলিং করেন। তিনি ২ ওভারে ১৯ রান খরচ করেন। যদিও কোনও উইকেট পাননি সর্দার। ভাজ্জির এক ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন ইফতিকার।
আরও পড়ুন:- Vijay Hazare Trophy: বিজয় হাজারের এক মরশুমে সব থেকে বেশি রান, পৃথ্বীর দুর্দান্ত রেকর্ড ছিনিয়ে নিলেন জগদীশান
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি বুলস ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১২১ রানে আটকে যায়। ১২ রানের ব্যবধানে ম্যাচ জেতে বাংলা টাইগার্স। টিম ডেভিড ১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২০ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া টম ব্যান্টন ৫ বলে ৪, রিলি রসউ ৯ বলে ১৫, জর্ডন কক্স ২১ বলে ৩৪ ও কীমো পল ৬ বলে অপরাজিত ১০ রান করেন।
রোহন মুস্তাফা, উমের আলি ও লিউক ফ্লেচার ১টি করে উইকেট দখল করেন। মহম্মদ আমির ২ ওভারে ২৪ রান খরচ করেও উইকেট পাননি। শাকিব আল হাসান ১ ওভার বল করে ৮ রান খরচ করেন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ইফতিকার।
For all the latest Sports News Click Here