পারফরম্যান্স না করলে জাতীয় দলে টিকে থাকা যাবে না: মেহেদি হাসান মিরাজ
শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে সংক্ষিপ্ত ফর্ম্যাটে পারফরম্যান্সের নিরীখে অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিককালে তাদের পারফরম্যান্স খুবই ভাল বলা চলে। ২০১৯ সালের বিশ্বকাপেও তারা অল্পের জন্য সেমিফাইনালে পৌঁছতে পারেনি। ২০১৫ সালের বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। তাদের এই ধারাবাহিক ভাল পারফরম্যান্সের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। স্পিন বোলিং এই অলরাউন্ডার একার হাতে বেশ কিছু ম্যাচে বাংলাদেশকে জয় উপহার দিয়েছেন। মেহেদি মনে করেন ধারাবাহিক পারফর্ম করার চাপও বাড়ছে ক্রিকেটারদের উপর। কারণ পারফরম্যান্স না করলে জাতীয় দলে জায়গা হবে না বলেই মত মিরাজের।
বিষয়টিকে ক্রিকেটীয় বাস্তবতা হিসেবেই দেখতে চাইছেন মেহেদি হাসান মিরাজ। তার মতে এই চ্যালেঞ্জকে সঙ্গী করেই এগিয়ে যেতে হয় ক্রিকেটারদের। তিনি মনে করেন একটা সময় যখন উপযুক্ত বিকল্প খুব একটা ছিল না। তখন এই চাপটাও ছিল না। মেহেদি মনে করেন খুব ভালো পারফর্ম না করেও জাতীয় দলে সেই সময়তে টিকে থাকা গিয়েছে যা এখন একেবারেই সম্ভব নয়। তার মতে অসাধারণ প্রতিভাবান না হলে বা বিশেষ কোনও কারণ না থাকলে পারফর্ম না করে এখন দলে টানা সুযোগ পাওয়া যাবে না।
প্রসঙ্গত বর্তমানে বেশ ভাল ফর্মে রয়েছেন মেহেদি। আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে টাইট বোলিং করেন তিনি। পাশাপাশি দলের ব্যাটিং ধ্বসের পর অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়ে দেশকে শ্বাসরুদ্ধকর এক জয় এনে দেন তিনি। দেশের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজে গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি পেয়েছিলেন ৪ উইকেট, পরের ম্যাচে নেন তিনটি উইকেট।
একটা সময় মাঠে পার্থক্য গড়ে দেওয়ার জন্য সিনিয়র ক্রিকেটারদের ওপরই ছিল দলের বড় নির্ভরতা। এখন চিত্র বদলাতে শুরু করেছে, এটি বলে দিচ্ছে মিরাজের পারফরম্যান্সই। সঙ্গে তরুণদের মধ্যে আরও বেশ কজন পারফর্ম করছেন। মিরাজ জানিয়েছেন ‘প্রতিযোগিতা প্রতিনিয়তই থাকে। জাতীয় দলে খেলতে হলে সবসময় পারফর্ম করতে হবে। পারফর্ম না করলে খেলা যাবে না। জাতীয় দলে যারা আছে কেউ হয়তো অভিজ্ঞতার দিক থেকে তরুণ, কিন্তু জাতীয় দলে আপনি কোনো অজুহাত দিতে পারবেন না যে জুনিয়র-সিনিয়র বা এরকম। দিনশেষে এখানে সবাইকে পারফর্ম করতে হবে না প্রথম একাদশে জায়গা ধরে রাখা যাবে না। অন্য কেউ তার পারফরম্যান্সের মধ্যে দিয়ে সেই জায়গা আপনার থেকে কেড়ে নেবে।’
For all the latest Sports News Click Here