পায়েলের জীবনে মনের মানুষ এল? দিদির প্রশ্নে কেন হেসে খুন অভিনেত্রী
অভিনেত্রী পায়েল সরকারের জীবনে কি নতুন কেউ এল? নাকি এখন সিঙ্গেল রয়েছেন তিনি? রচনা বন্দোপাধ্যায়ের প্রশ্নে রীতিমত হেসে খুন অভিনেত্রী!
আগামী শুক্রবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে আসতে চলেছেন পায়েল সরকার। আর সেই পর্বের প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে এনেছে জি বাংলা। এই পর্বের প্রোমো ভিডিয়ো শেয়ার করে চ্যানেলের তরফে লেখা হয় ‘দিদির মঞ্চে জনপ্রিয় অভিনেত্রী পায়েল!’
এই ভিডিয়োতে সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায় পায়েলকে জিজ্ঞেস করেন যে অভিনেত্রী একটার পর একটা রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন তবুও তাঁর জীবনে এত বিরহ কেন? এই প্রশ্ন করার অবশ্য একটি কারণ আছে। এর আগে একাধিকবার অভিনেত্রী দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছেন, আর যতবার রচনা বন্দোপাধ্যায় তাঁকে তাঁর মনের মানুষের কথা জিজ্ঞেস করেছেন ততবার তিনি বলেছেন তাঁর জীবনে কোনও বিশেষ মানুষ নেই। তিনি সিঙ্গেল। এবারেও তিনি সেই এক উত্তর দিলেন।
রচনা তাই বেশ ধন্দে পড়ে গিয়েছেন, যিনি এত রোমান্টিক ছবি করেছেন তাঁর জীবনে এত বিরহ কেন? কাউকেই কি তাঁর পছন্দ হয় না? সঞ্চালিকার প্রশ্নে হেসে গড়িয়ে পড়েন পায়েল। কিন্তু উত্তর? সেটা মেলে না।
রচনা বন্দোপাধ্যায় অভিনেত্রীর সঙ্গে মশকরা করে বলেন, এগারো বছর কেটে গিয়েছে কেবল পায়েলের হাসি দেখে। কিন্তু তাঁর মনের মানুষের হদিস মেলেনি।
রচনা যখন তাঁকে বলেন যে তাঁর মা বাবা বিয়ে নিয়ে কিছু বলেননি বিয়ের বিষয়? উত্তরে অভিনেত্রী বলেন, ‘মা বাবা ভীষণ কুল, এবার সেটা হাল ছেড়ে দেওয়ার কারণে কিনা জানি না!’ বলেই আবার হাসতে থাকেন অভিনেত্রী। গোটা পর্ব আগামী শুক্রবার দেখা যাবে।
এই ভিডিয়ো ফেসবুকে পোস্ট করার পর অনেকেই তাতে মতামত জানিয়েছেন। এক ব্যক্তি কমেন্টে জানান তিনি পায়েলকে ভীষণ পছন্দ করেন। আরেক ব্যক্তি লেখেন, ‘পায়েল আপনি ভীষণ ভালো। ভীষণ মিষ্টি।’
For all the latest entertainment News Click Here