পাপোশ বেঁকে থাকলেই অস্বস্তি, অনির্বাণের নাকি কঠিন ‘অ-সুখ’ আছে! এসব কী বলছেন তিনি
বাংলা সিনেমা থেকে ওয়েবপর্দার সিরিজ— সবেতেই চুটিয়ে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। তার সঙ্গে পরিচালনাও করছেন সমান তালে। কিন্তু একেবারে অন্য এক অনির্বাণ এভার ধরা দিলেন র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর পর্বে।
সম্প্রতি ফিবার এফএম-এর তরফে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। সেখানেই অনির্বাণ বলে দিয়েছেন বহু কথা। তাড়াহুড়োর মধ্যে ভুল বলে ফেললেন নাকি কিছু? কিছু কি বেরিয়ে এল মুখ ফসকে? দেখে নিন তাঁ উত্তরগুলি।
প্রশ্ন: অনির্বাণ কি খুব রাগী?
অনিবার্ণের জবাব: মোটেই না।
প্রশ্ন: অনির্বাণের রাগ হলে তিনি কী করেন?
অনিবার্ণের জবাব: ছোটবেলায় রাগ হলে চিৎকার করতাম। এখন গজগজ করি। এমনভাবে করি, যাতে সবাই বুঝতে পারেন।
প্রশ্ন: অনির্বাণ কি খুব রোম্যান্টিক?
অনিবার্ণের জবাব: রোম্যান্স না থাকলে এত দিন বাজারে থাকতাম?
প্রশ্ন: শেষ দেখা বাংলা ছবি কোনটি?
অনিবার্ণের জবাব: কর্ণসুবর্ণের গুপ্তধন।
প্রশ্ন: দেব নাকি জিৎ?
অনিবার্ণের জবাব: দেব।
প্রশ্ন: স্বস্তিকা নাকি জয়া?
অনিবার্ণের জবাব: স্বস্তিকা মুখোপাধ্যায়।
প্রশ্ন: ঋত্বিক নাকি দেবাশিস?
অনিবার্ণের জবাব: ঋত্বিক চক্রবর্তী।
প্রশ্ন: পছন্দের পরিচালক?
অনিবার্ণের জবাব: অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল।
প্রশ্ন: শুধু যাঁদের সঙ্গে কাজ করেছেন, তাঁরাই?
অনিবার্ণের জবাব: এভাবেও বলা যেতে পারে। ইন্দ্রনীল রায়চৌধুরী, প্রদীপ্ত ভট্টাচার্য, মানসমুকুল পাল। এই তালিকাগুলোর পলিটিক্যাল কারেক্টনেস কিছুতেই মেইনটেন করা সম্ভব নয়। তার চেয়ে ধরে নেওয়া ভালো, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনিই সেরা পরিচালক।
প্রশ্ন: কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চান?
অনিবার্ণের জবাব: ইন্দ্রনীল রায়চৌধুরী, কৌশিক গঙ্গোপাধ্যায়।
প্রশ্ন: অনির্বাণ কি পলিটিক্যালি কারেক্ট?
অনিবার্ণের জবাব: জিনিসটাই কারেক্ট নয়।
এর পরেই সঞ্চালক অনির্বাণকে প্রশ্ন করেন অনির্বাণের কোন বিষয় নিয়ে খুব খুঁতখুঁতে? ‘মানে, কোন বিষয় নিয়ে ওসিডি আছে?’ এটাই ছিল সঞ্চালের প্রশ্ন। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ‘ওসিডি’ বা অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার হল এমন এক মানসিক জটিলতা, সহজ কথায় যাকে বলা যেতে পারে বাতিক। অনির্বাণের কি এমন কিছু বাতিক আছে?
উত্তরে অভিনেতা-পরিচালক বলেছেন, ‘অনেক কিছু নিয়ে ওসিডি আছে। পাপোশ বেঁকে থাকলে, সেটা নিয়ে ওসিডি আছে। কোনও কিছু প্রান্তে কাপ রাখা থাকলে, সেটা নিয়ে ওসিডি আছে। আর কাজ নিয়ে… বিশেষ করে পরিচালনা নিয়ে।’
অনির্বাণের বক্তব্য, পরিচালনায় আসার পরে তিনি টের পেয়েছেন, এই বিষয়টি নিয়ে তিনি খুবই খুঁতখুঁতে। সবটা ঠিক না হলে মন ভরে না। তবে তাঁর এই ‘অ-সুখ’ নিয়ে অবশ্য খুশি তাঁর অনুরাগীরা। সেই প্রশংসা ভালোই দেখা গিয়েছে ভিডিয়োর কমেন্ট বক্সে।
For all the latest entertainment News Click Here