‘পাপা, পাপা, পাপা’, গ্যালারি থেকে চাওলার জন্য একটানা গলা ফাটালো ছেলে! ভিডিয়ো
শেষ আইপিএল খেলতে নেমেছেন পীযূষ চাওলা। গত মরশুমে খেলার সুযোগ হয়নি তাঁর। এবার তাঁকে দলে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচও খেলছেন তিনি। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছেন ভারতীয় এই স্পিনার। যা অনেকেই কল্পনা করতে পারেননি। দিল্লির বিরুদ্ধে ৪ ওভার হাত ঘুরিয়ে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন পীযূষ।
তিনি যখন উইকেট নিচ্ছেন, তখন গ্যালারি বসে রয়েছেন তাঁর সবচেয়ে বড় এবং কাছের একজন সমর্থক। তিনি হলেন অদভিক চাওলা। পীযূষ চাওলায় একমাত্র সন্তান। চিৎকার করে বলতে দেখা গিয়েছে, ‘পাপা, পাপা, পাপা।’ আর সেই মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। যা পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়েছেন পীযূষ। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপ চ্য়াম্পিয়ন দলের সদস্য ছিলেন পীযূষ। ভারতীয় দল ছাড়াও আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদও পেয়েছেন ভারতীয় এই স্পিনার। একটা সময় ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন এই স্পিনার। অনেক অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন তিনি। শেষবারের মতো আইপিএল খেলতে নেমেছেন এই স্পিনার।
পরের বছর থেকে বাবাকে বল হাতে দেখতে পাবে না ছোট্ট আদভিকও। স্বাভাবিক ভাবেই এই মরশুম যেমন পীযূষ চাওলার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেরিয়ারের শেষ প্রান্তে এসে নিজেকে উজার করে দিতে চান এই স্পিনার। একই সঙ্গে আদভিকের কাছেও এই মরশুম বেশ গুরুত্বপূর্ণ। পরের বছর থেকে সে তাঁর বাবাকে আইপিএল খেলতে দেখতে পারবে না। তাই স্ত্রী এবং সন্তানের সামনে নিজের সেরা পারফরম্যান্স দিতে চান তিনি।
দিল্লির বিরুদ্ধে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে দিল্লি ১৭২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারেই ৪ উইকেট হারিয়ে নির্ধারিত রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই। এই মরশুমে প্রথম ম্যাচ জিতল মুম্বই। এর আগে পরপর দুই ম্যাচে হারতে হয় রোহিতের দলকে। অবশেষে দিল্লির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জয়। এবং সেই সঙ্গে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক রোহিত শর্মা। ৪৫ বলে ৬৫ রান করেন তিনি। আর এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন পীযূষ চাওলা।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here