পান্তা ভাতের কুণ্ডু আর ছোট্ট নেই! ‘আপনি এত চেঁচাচ্ছেন কেন?’ ট্রোলের মুখে শুভশ্রী
সালটা ২০১০-১১, জি বাংলার জনপ্রিয় ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ে জনপ্রিয়তা পেয়েছিল খুদে শিল্পী দীপান্বিতা কুণ্ডু। দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল ছোট্ট দীপান্বিতা। গোলগাল, ছোট্ট সে খুদে শিল্পীকে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী আদর করে নাম দিয়েছিলেন ‘পান্তাভাতের কুণ্ডু’। তারপর থেকে ‘পান্তাভাতের কুণ্ডু’ হিসাবেই জনপ্রিয়তা পান দীপান্বিতা। ‘পান্তাভাতের কুণ্ডু’র জন্য সেসময় শোয়ের টিআরপিও বেড়েছিল। তাঁকে দেখতে, তাঁর নাচ দেখতে ভালোবাসতেন দর্শকরা।
এখন ২০২৩-সালে ফেব্রুয়ারি। ফের জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে ফিরেছেন ‘পান্তাভাতের কুণ্জু’ । মাঝে কেটে গিয়েছে ১২ বছর। সেই ছোট্ট, গোলগাল দীপান্বিতা আর আগের মতো ছোট নেই। এখন তিনি বেশ অনেকটা বড়।বদলে যাওয়া সেই ‘পান্তাভাতের কুণ্ডু’-কে দেখে অবাক খোদ ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। দীর্ঘ ১২ বছর পর মিঠুন চক্রবর্তীও ফের ‘মহাগুরু’র হয়েছে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে ফিরেছেন। তিনিও দীপান্বিতার নাচ দেখে, তাঁকে বড় হয়ে যেতে দেখে অবাক। বলেন, ‘ও মাই গড! পান্তাভাতের কুণ্ডু!’ দীপান্বিতা বলেন, হ্যাঁ। মুর্শিদাবাদের বহরমপুরের দীপান্বিতার নাচ দেখে মুগ্ধ হয়ে যান বিচারকের আসনে থাকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মৌনি রায়, এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দীপান্বিতার পারফরম্যান্স দেখে মিঠুন চক্রবর্তীও তাঁর নিজের আসন থেকে উঠে এসে দীপান্বিতাকে জড়িয়ে ধরেন। বলেন, সত্যিই গর্ব হচ্ছে
জি বাংলার নতুন এই প্রমো ঘিরে নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘ওমা কত বড় হয়ে গিয়েছে মেয়েটি!’ কারোর মন্তব্য ‘পান্তাভাতের কুণ্ডু তোমার জন্য ভালোবাসা’। কারোর মন্তব্য, ‘খুব ভালো লাগলো সেই ছোট্ট দীপান্বিতা কে অনেকদিন পরে ফিরে পেয়ে’ তবে এসবের মাঝে বিচারকের আসনে থাকা শুভশ্রীকে ট্রোল করতে ছাড়লেন না নেটপাড়ার কিছু নাগরিক। কেউ লিখেছেন, ‘শুভশ্রীর গলা দিয়ে বেরিয়ে আসা উউউউউউউউউউউউ……শব্দটা খুব কানে লাগে…’ কারোর মন্তব্য ‘শুভশ্রীর চিৎকারে স্পিকার কেঁপে গেল!’ কেউ আবার মৌনি রায়কে চিন্তে না পেরে জিগ্গেস করেছেন, ‘বিচারক শ্রাবন্তী,শুভশ্রী ছাড়া আর একজন কে কেউ জানেন?
প্রসঙ্গত দীপান্বিতা কুণডুর একটা নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি নিয়মিত নাচের ভিডিয়ো পোস্ট করেন।
For all the latest entertainment News Click Here