পানসে টেনিদার গল্প পুরোটাই ক্যাবলা-ময়! সায়ন্তনের ছবি মন ভরাল না বহু দর্শকেরই
মুক্তি পেল টেনিদা অ্যান্ড কোম্পানি। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবি ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অভিনয়ে আছেন কাঞ্চন মল্লিক, তাঁকেই নাম ভূমিকায় দেখা যাচ্ছে। এছাড়া আছেন গৌরব চক্রবর্তী, সৌরভ সাহা, সৌমেন্দ্র ভট্টাচার্য, সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ প্রমুখ।
বহুদিন পর পর্দায় টেনিদা ফিরছে ভেবে আনন্দে ডগমগ হলেও এই ছবি যেন সমস্ত আশাতেই জল ঢেলে দিল। চিন্ময় রায়কে বাঙালি যে টেনিদার বেশে দেখে এসেছে, সেটার সঙ্গে তুলনা না করতে চাইলেও তুলনাটা এসেই গেল। ‘ডি লা গ্র্যান্ডি… ইয়াক ইয়াক’ করতে করতে গোটা ছবিটি ‘ওয়াক ওয়াক’ হয়ে গিয়েছে। আসলে যতই এই ছবির নাম ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’ হোক, পর্দায় কিন্তু সেটা ‘ক্যাবলা অ্যান্ড কোম্পানি’ হয়ে গিয়েছে। গোটা ছবি জুড়ে একজনই হিরো, গৌরব ওরফে ক্যাবলা। তাঁর পারদর্শিতা, তাঁর বুদ্ধি, তাঁর পড়াশোনা, সবটাই যেন ক্যাবলা। প্যালা আর হাবুল তো থেকেও নেই সায়ন্তনের এই ছবিতে। এই চরিত্র দুটো ভীষণই ম্লান এখানে। ছোটরা যারা এখনও টেনিদা পড়েনি তাঁদের কাছে এই ছবির হিরো নিঃসন্দেহে ক্যাবলাই হবে!
এই ছবিতে বহুদিন পর দেখা গেল সব্যসাচী চক্রবর্তীকে। তিনি তাঁর দীর্ঘ বিরতি কাটিয়ে এই ছবির মাধ্যমে কামব্যাক করলেন। কিন্তু ‘পর্দার ফেলুদা’কে বড়ই ম্লান লাগল এখানে। বেণুদার এত ঠান্ডা অভিনয়, নাহ! মনে করতে পারলাম আগে দেখেছি কিনা। তবে গোটা ছবি জুড়ে কেবল চক্রবর্তী পরিবারের রাজ দেখা গিয়েছে।
কিন্তু এত কিছুর মধ্যে যেটুকু ভালো লেগেছে সেটা হল- ঋদ্ধিমা ঘোষের ভৌতিক অভিনয়। কিছু কিছু জায়গা গা ছমছমে ব্যাপার ছিল। এছাড়া এই ছবিতে মিমোর একটা গানই আছে, সেটা বেশ ভালো। একই সঙ্গে উত্তর কলকাতার রকের আড্ডা, বাঙালির পাহাড় ভ্রমণ মানেই মাঙ্কি টুপি, ইত্যাদিকে দেখানো হয়েছে। কিন্তু এই গুটিকয় জিনিস বাদ দিয়েই বড়ই পানসে লাগল এই ছবি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোটদের জন্য এই চরিত্র বইয়ের পাতা থেকে পর্দায় এসে বড়ই ফ্যাকাসে হয়ে পড়ল।
ছবির প্রথম ভাগে ক্যাবলার চর্বিত চর্বন আর টেনিদার খাবার প্রীতি ছাড়া তেমন কিছুই ছিল না। দার্জিলিং সফরে ট্রেনের দৃশ্য থেকে পাহাড়ে যাওয়ার দৃশ্য বড়ই খাপছাড়া যেন জোর করে পর পর জুড়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ভাগ তুলনায় ভালো।
গ্রীষ্মের ছুটির সময়ে ছুটি না পেলেও ছোটবেলা ফিরে পেতে হলে গিয়েই নেহাতই নিরাশ হলাম।
For all the latest entertainment News Click Here