পাত্তা পেলেন না উইলিয়ামসন, এই নিয়ে দু’বার ICC-র ঐতিহ্যশালী পুরস্কার জিতলেন শাকিব
দ্বিতীয়বারের মতো আইসিসির প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কার জিতলেন শাকিব আল হাসান। মার্চ মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে তিনি পিছনে ফেলে দেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আমিরশাহির আসিফ খানকে।
এর আগে তিনি ২০২১ সালের জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। পাকিস্তানের বাবর আজম ও ইংল্যান্ডের হ্যারি ব্রুকের পরে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে দু’বার আইসিসির মাসের সেরা ক্রিকেটারের খেতাব জেবেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার।
মেয়েদের বিভাগে মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রওয়ান্ডার হেনরিয়েট ইশিমউই। তিনি টেক্কা দেন পাপুয়া নিউ গিনির দুই ক্রিকেটার সিবোনা জিমি ও রবিনা ওয়াকে।
চলতি বছরের মার্চ মাস জুড়ে শাকিব আল হাসান বাংলাদেশের হয়ে বেশ কিছু সীমিত ওভারের ম্যাচে মাঠে নামেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২টি অর্ধশতরান-সহ ১৪১ রান করেন। সেই সঙ্গে বল হাতে সাকুল্যে ৬টি উইকেট দখল করেন শাকিব।
আরও পড়ুন:- Asia Cup 2023: ‘মরণ এলে কেউ আটকাতে পারবে না’, পাকিস্তানে রোহিতদের খেলতে না চাওয়া নিয়ে গা জোয়ারি মন্তব্য মিয়াঁদাদের
পরে ব্রিটিশদের বিরুদ্ধেই তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩৮ রান করার পাশাপাশি ৩টি উইকেট দখল করেন শাকিব। আয়ারল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে তারকা অল-রাউন্ডার সংগ্রহ করেন ১টি অর্ধশতরান-সহ ১১০ রান ও ১টি উইকেট। আইরিশদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ৬৪ রান করার পাশাপাশি ৫টি উইকেট পকেটে পোরেন শাকিব। একটি ম্যাচেই ৫টি উইকেট নেন তিনি।
নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন খেতাব জয়ের অন্যতম দাবিদার ছিলেন। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১ ও অপরাজিত ১২১ রান সংগ্রহ করেন। তাঁর সেঞ্চুরির সুবাদেই প্রথম টেস্টে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। পরে সিংহলিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের একটি ইনিংসে ব্যাট করে ২১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন উইলিয়ামসন। ২ ম্যাচের সিরিজের ৩টি ইনিংসে ব্যাট করতে নেমে একটি সেঞ্চুরি ও ১টি ডাবল সেঞ্চুরি করা সত্ত্বেও উইলিয়ামসনের ভাগ্যে শিকে ছেঁড়েনি।
আরও পড়ুন:- Video: জিতে মাঠ থেকেই রিতিকাকে ভিডিয়ো কল রোহিতের, স্বামী-স্ত্রী’র মধ্যে কী কথা হয়, ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়
মার্চ মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য শাকিব আল হাসান ও কেন উইলিয়ামসনের সঙ্গে মনোনীত হয়েছিলেন আমিরশাহির আসিফ খান, যিনি নেপালের বিরুদ্ধে মাত্র ৪১ বলে ওয়ান ডে শতরান করার নজির গড়েন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে জায়গা করে নেন আসিফ। মনোনীত হলেও শাকিব ও উইলিয়ামসনকে টপকে তাঁর পুরস্কার জয় কাযর্ত অসম্ভব দেখাচ্ছিল শুরু থেকেই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here