‘পাঠান ভালো লেগেছে,চেঙ্গিজ নয়- কানের গোড়ায় দেব হিপোক্রিট’, বিস্ফোরক ‘বং গাই’
ইদের বক্স অফিস দখলে সলমন খানের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন টলিউডের ‘বস’ জিৎ। প্রথম তিনদিনের ট্রেন্ড বলছে ফাটাফাটি ফল না করলেও ‘চেঙ্গিজ’ দেখতে হলমুখী দর্শক। বাংলার বাইরেও প্রশংসা কুড়িয়েছে জিতের পারফরম্যান্স। ছবি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সমালোচকদের। জিৎ ফ্যানেরা উচ্ছ্বসিত ‘চেঙ্গিজ’ দেখে, অনেকে আবার ছবির খুঁত খুঁজতেই ব্যস্ত। এর মাঝেই ‘চেঙ্গিজ’ ছবির রিভিউ দিলেন ‘দ্য বং গাই’ (The Bong Guy) কিরণ দত্ত।
বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউবার কিরণ। তাঁর ‘এ কেমন সিনেমা’ সংক্রান্ত ভিডিয়ো হাঁ করে গেলে দর্শক। ছবির খুঁত খুঁজতে ওস্তাদ দ্য় বং গাই। তাঁর কেমন লাগলো জিতের ‘চেঙ্গিজ’? কিরণ জানান ২৫০ টাকার টিকিট কেটে সিনেমা হলে ঢুকেছিলেন তিনি। অকপট স্বীকারোক্তি, ‘বাংলা সিনেমায় সিটি-হাততালি অনেকদিন পরে শুনলাম। তবে হলে দর্শক কম ছিল’। প্রথমবার একইদিনে প্যান ইন্ডিয়ায় মুক্তি পেয়েছে কোনও বাংলা ছবি। জিতের এই পদক্ষেপের প্রশংসা করেন কিরণ। সঙ্গে বলেন, ‘এটা আমাদের প্রথম স্টেপ প্যান ইন্ডিয়ায়। সিনেমা হিসাবে যথেষ্ট ভালো চেঙ্গিজ। আমরা উৎসাহ দিলেই ভবিষ্যতে আমরা আরও এগোতে পারব’।
এরপরই উঠে আসে শাহরুখের ‘পাঠান’ প্রসঙ্গ। চলতি বছর দেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি কিং খানের ‘পাঠান’। বিশ্বজুড়ে প্রায় ১২০০ কোটির ব্যবসা হাঁকানো পাঠানের সঙ্গে এই ছবির তুলনা টেনে কিরণ বলেন, ‘কারুর পাঠান ভালো লেগেছে আর চেঙ্গিজ লাগছে না। একটা কানের গোড়ায় দেব হিপোক্রিট কোথাকারে।’ সঙ্গে জানিয়ে দেন তাঁর দুটি ছবিই ভালো লেগেছে। তবে অনেকেই ‘পাঠান’-এর সঙ্গে চেঙ্গিজ-এর তুলনা টানায় ট্রোল করতে শুরু করে কিরণকে। মনে করিয়ে দেয় ‘পাঠান’ দেশাত্মবোধক ছবি ছিল, সে জায়গায় এটা গ্যাংস্টারকে ঘিরে তৈরি সিনেমা।
কটাক্ষের জবাব দিতে ভোলেননি ‘বং গাই’। তিনি স্পষ্ট করেন, ‘পাঠান’ তাঁর ব্য়ক্তিগত পছন্দের ছবি। তিনি নিজে শাহরুখের অন্ধ ভক্ত, পাঠানের সঙ্গে তুলনাও টানেননি এমন দাবি কিরণের। তাঁর কথায়,’কিন্তু যতটা লজিক মানুষ বাংলা সিনেমাতেই খোঁজে, এটাই খুব অবাক করার’।
আরও পড়ুন- ইদের দিন এক লাফে বাড়ল ‘চেঙ্গিজ’-এর আয়, বক্স অফিসে কোটির গণ্ডি পার করল জিতের ছবি
সূত্রের খবর, মুক্তির প্রথম তিন দিনে দু-কোটির ব্য়বসা ছাড়িয়েছে ‘চেঙ্গিজ’। সত্তরের দশকের প্রেক্ষাপটে সাজানো গ্যাংস্টার চেঙ্গিজের গল্প উঠে এসেছে ছবিতে। জিতের নায়িকায় ভূমিকায় দেখা মিলেছে সুস্মিতা চট্টোপাধ্যায়ের।
For all the latest entertainment News Click Here