পাঠান বিতর্কের জের, গোমূত্র-হনুমান চাল্লিশা নিয়ে ডাঙ্কির সেটে বিক্ষোভ করণি সেনার
‘পাঠান’ বিতর্কের জের এবার শাহরুখ খানের আসন্ন ছবি ‘ডাঙ্কি’র উপর। হিন্দুধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছেন শাহরুখ-দীপিকা, পাঠান-এর প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই এই দাবিতে সোচ্চার নেটিজেনদের একটা বড় অংশ। একাধিক হিন্দু সংগঠনের তরফে ‘পাঠান’-এর উপর নিষেধাজ্ঞা জারির পর্যন্ত দাবি উঠেছে। গেরুয়া বিকিনিতে দীপিকাকে দেখে চটেছে রক্ষণশীলরা। এই বিতর্কের আঁচে এবার থমকে গেল ‘ডাঙ্কি’র শ্যুটিং। জবলপুরের ভেদাঘাটে ‘ডাঙ্কি’র শ্যুটিং ব্যাহত হয় বিক্ষোভকারীদের প্রদর্শনের জেরে।
‘শাহরুখ খান মুর্দাবাদ’ রব তুলে করণি সেনা হাজির হয় ‘ডাঙ্কি’র শ্যুটিং লোকেশনে। তাঁদের হাতে ছিল গেরুয়া এবং কালো পতাকা। চিৎকার করে হনুমান চাল্লিশা পাঠ করতে শোনা যায় বিক্ষোভকারীদের। কয়েক ঘন্টা ধরে এই পরিস্থিতি চলতে থাকে, বিক্ষোভকারীদের সামলাতে হিমসিম খায় স্থানীয় পুলিশ-প্রশাসন। করণী সেনার দাবি ছিল শ্যুটিং বন্ধ করতে হবে ‘ডাঙ্কি’র নির্মাতাদের। লাগাতার হুমকি পেলেও শ্যুটিং বন্ধ রাখেননি রাজকুমার হিরানি। যদিও শ্যুটিংয়ের কাজে নিঃসন্দেহে বাধা পড়ে গোটা ঘটনায়।
‘অশ্লীল এবং আপত্তিজনকভাবে’ গেরুয়া রঙের ব্যবহার করেছেন শাহরুখ খান এবং পাঠান নির্মাতারা। নর্মদার মতো পবিত্র নদীর তীরে এইসব ছবির শ্যুটিং করা যাবে না এমন কথাও বলে করণী সেনা। শ্যুটিং স্পটে গোমূত্র ছড়িয়ে তা পরিশুদ্ধ করতে হবে এমন কথাও বলে বিক্ষোভকারীরা।
বিতর্ক যতই সঙ্গে থাকুক ইউটিউবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ‘বেশরম রং’-এর ভিউ সংখ্যা। প্রসঙ্গত, পাঁচ বছর পর ‘পাঠান’ দিয়েই রুপোলি পর্দায় কামব্যাক করছেন শাহরুখ। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘জিরো’ ছবিতে।পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে এসআরকে-র সঙ্গে দেখা যাবে জন আব্রাহাম আর দীপিকা পাড়ুকোনকে। আগামী বছর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে যশ রাজ ব্যানারের এই ছবি।
For all the latest entertainment News Click Here