‘পাঠান দেখেননি নাকি?’, সাংবাদিকের কোন প্রশ্নে চটে লাল হলেন রণবীর কাপুর?
বলিউডের ‘অনিশ্চিত পরিস্থিতি’ নিয়ে প্রশ্ন উঠতেই কি একটু রেগে গেলেন রণবীর কাপুর? সম্প্রতি শ্রদ্ধা কাপুরের সঙ্গে তাঁর নতুন সিনেমা ‘তু ঝুটি মে মক্কার’-এর প্রচারে সাংবাদিকদের মুখোমুখি এসেছিলেন রণবীর। সেখানে শুধু যে তিনি শাহরুখ খানের নতুন সিনেমা পাঠান-এৎ উদাহরণ টানলেন তাই নয়, সঙ্গে এক সংবাদমাধ্যমকে (পড়ুন বিবিসি)-কে ঠুকতেও দেখা গেল।
ইভেন্টের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেতাকে প্রশ্ন করা হচ্ছে, ‘রণবীর বলিউডের একটু টালমাটাল অবস্থা চলছে…’ ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে আলিয়ার বর বলে ওঠেন, ‘কী বলছেন আপনি? পাঠানের কালেকশন দেখেননি?’ আরও পড়ুন: মিঠাই ছাড়লেন নাকি সৌমিতৃষা? নায়িকার পোস্টে ‘আমার ঘরটা মিস করব’ নিয়ে শুরু জল্পনা
এরপর রণবীর প্রশ্ন করেন, ‘তার আগে বলুন আপনি কোন মিডিয়া হাউজ থেকে এসেছেন?’ মহিলা সাংবাদিক জবাবে বলেন, ‘বিবিসি নিউজ’। এরপর রণবীরের উপহাস, ‘আমার তো মনে হয় এখন আপনাদের ওখানে কিছু চলছে। সেটা কী, আগে বলুন আপনি আমায়’। রণবীরের এই কথায় অবাক হয় ঘরে উপস্থিত সকলেই। আরও পড়ুন: আজকাল কাজে না যাওয়ার ভীমরতি ধরেছে রণবীর কাপুরের! কারণ শুনলে আরও অবাক হবেন
প্রসঙ্গত, সম্প্রতিই বিবিসির দিল্লি ও মুম্বই অফিসে সার্ভে চালিয়েছে আয়কর দফতর। উঠেছে কর ফাঁকির অভিযোগ। অন্য দিকে, বিবিসি আবার অভিযোগ তুলেছে তাঁদের সাংবাদিককদের হেনস্থা করা হয়েছে এই সার্ভের সময়ে। সোনু কে টিটু কি সুইটি খ্যাত লভ রঞ্জন পরিচালিত রণবীর-শ্রদ্ধা ছাড়াও রয়েছেন ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর।
এই ইভেন্টেই মেয়ে রাহাকে নিয়ে প্রশ্ন করা হলে কাপুর-নন্দন জবাব দেন, ‘আমার মনে হল অর্ধেক জীবন তো হয়ে গেছে আর কী করার আছে। বিয়েও হয়ে গেছে। বউকে ভালোবাসি। কিন্তু রাহা আসার পর একদম একটা ভিন্ন ‘চক্র’ (আবেগের চাকা)-র মুখোমুখি হলাম। এটা একটা নির্মল আনন্দ। আপনারা জানেন আমি আজকাল কেবল বাড়িতে থাকতে চাই। আমি শুধু ওর সঙ্গে থাকতে চাই। না আমার কাজ করতে ভালো লাগে, না অন্য কোনও কাজ। যদিও জানি এটা করা আমার পক্ষে সম্ভব নয়। বলে বোঝাতে পারব না। এটা জীবনের সেরা একটা অনুভূতি!’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here