‘পাঠান জওয়ান হয়ে গেল যে’! শাহরুখের সিনেমার প্রিভিউ দেখে খুশি নাকি অখুশি সলমন?
‘পাঠান’ তো জওয়ান হয়ে গেল।’এমনটাই বলছেন ‘টাইগার’ সলমন। শাহরুখের ‘জওয়ান’-এর প্রিভিউ ভিডিয়ো দেখে আর পাঁচজনের মতোই মুগ্ধ তিনি। প্রথম দিনেই হলে গিয়ে এই ছবি দেখার কথা বললেন সল্লু মিঞা। সোশ্যাল মিডিয়াতে ‘জওয়ান’ নিয়ে খোলাখুলি কথা বলেছেন ভাইজান।
ঠিক কী লিখেছেন?
মঙ্গলবার ইনস্টাগ্রামে গিয়ে ‘জওয়ান’ প্রিভিউটি শেয়ার করেছেন সলমন। ক্যাপশনে লিখেছেন, ‘পাঠান জওয়ান হয়ে গেল, অসামান্য ট্রেলার, খুবই ভালো লেগেছে। এখন এই ধরনের ছবি আমাদের হলে গিয়েই দেখা উচিত। আমি এটা প্রথম দিনেই ছবিটা দেখছি। . মাজা আহা গয়া। ওয়াহ…।’
প্রসঙ্গত, শাহরুখ-সলমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে প্রায় একসঙ্গেই রয়েছেন। একসময় রাকেশ রোশনের করণ-অর্জুন ছবিতে একসঙ্গেল কাজ করেছিলেন তাঁরা। তারপর মাঝে তাঁদের বন্ধুত্বে তিক্ততা তৈরি হয়। পরে অবশ্য ফের সমস্যা মিটিয়ে কাছাকাছি আসেন দুজনে। এমনকি। সাম্প্রতিক সময় শাহরুখের ছেলে আরিয়ানকে যখন গ্রেফতার করা হয়, তখন ‘বাদশা’র পাশে এসে দাঁড়িয়েছিলেন সলমন ও তাঁর গোটা পরিবার। সাম্প্রতিক মুক্তি পাওয়া ‘পাঠান’ ছবিতেও কিংখানের সঙ্গে ক্যামিও দৃশ্যে দেখা গিয়েছে ভাইজানকে। শোনা যাচ্ছে, সলমনের টাইগার-থ্রিতেও নাকি ক্যামিও হিসাবে দেখা যাবে শাহরুখকে।
এদিকে ‘জওয়ান’-এর পরিচালক থেকে সমস্ত অভিনেতাদের টুইট শেয়ার করে, তাঁদের প্রত্যেককে আলাদা করে সম্মান দেখিয়ে জবাব দিতে ভোলেনননি কিং খান। পরিচালক অ্যাটলি যখন ‘জওয়ান’-এর প্রিভিউ ভিডিয়ো শেয়ার করেছেন, তখন সেটি টুইটারে পাল্টা শেয়ার করেছেন শাহরুখ। অ্যাটলির উদ্দেশ্যে লিখেছেন, ‘স্যার!!! মাসসসসস!! তুমি সেই মানুষ!!!! সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ এবং নিশ্চিত করুন যে এ কে মীর প্রিয়ার সঙ্গে এর ইনপুট দিয়েছেন!! ভালোবাসি সবাইকে।’ শাহরুখ বিজয় সেতিপতির টুইটটিও পাল্টা শেয়ার করেছেন। লিখেছেন, ‘স্যার আপনার সঙ্গে কাজ করা সম্মানের। সেটে আমাকে কিছুটা তামিল শেখানোর জন্য ধন্যবাদ এবং আপনিও যে সুস্বাদু খাবার পেয়েছেন। আপনাকে ভালোবাসি নানবা!’
আরও পড়ুন-মাথা ন্যাড়া, মেট্রোয় ‘জওয়ান’-এর নাচ, প্রিভিউ দেখে শাহরুখের কাছে নতজানু সুজয় ঘোষ, বাকিরা কী বলছেন?
আরও পড়ুন-‘একদিন খালি পেটেও ঘুমিয়েছি ভাই, এখন পারিশ্রমিক কমাতে পারব না’, সাফ জানান গজরাজ
এছাড়াও সুনীল গ্রোভারের টুইটটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ আমার গুথি। আপনার এই যাত্রায় অনেক মজা হয়েছে। আপনি ছবিতে দারুণ! আপনাকে ভালবাসি।’ যোগী বাবুর উদ্দেশ্যে লিখেছেন, ‘ধন্যবাদ যোগী স্যার। আপনার সঙ্গে আবার কাজ করা খুব মজার ছিল।’ সুমিত অরোরার উদ্দেশ্যে কিং খান লেখেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে সব সময় কষ্ট দেওয়ার জন্য দুঃখিত কিন্তু তারপরও আপনি আমাদের পরিবারের সদস্যের মত!!’
‘জওয়ান’ প্রিভিউ ভিডিয়ো দেখে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই। কেউ পরিচালক বন্ধু করণ জোহর থেকে সুজয় ঘোষ আরও অনেকেই ‘জওয়ান’ শাহরুখে মুগ্ধ।
For all the latest entertainment News Click Here