‘পাঠান’-এ রগরগে প্রেম, ‘জওয়ান’-এ কিনা শাহরুখের মা হচ্ছেন দীপিকা পাড়ুুকোন?
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ‘জওয়ান’ প্রিভিউ ভিডিয়ো। আর তাতে ‘বহুরূপী’ শাহরুখকে দেখে মুগ্ধ হয়েছে ফিল্ম দুনিয়া থেকে আম জনতা। দেখা গিয়েছে বিজয় সেতুপতিকেও। তবে ছবির প্রিভিউতে দেখা মিলেছে ছবির মহিলা মহলেরও। দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন, নয়নতারা, প্রিয়ামণি, এবং সান্যা মালহোত্রার। ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে ধরা দিয়েছেন নয়নতারা। তবে আসল চমকটা দিয়েছেন দিপ্পি।
‘জওয়ান’ প্রিভিউ ভিডিয়ো দেখে অনেকেরই অনুমান ছবিতে দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। তবে শুধু মা-ই নন, ছবিতে শাহরুখ যেহেতু বাবা ও ছেলে দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন সেক্ষেত্রে দীপিকাকে কখনও শাহরুখের স্ত্রী এবং মা দুই ভূমিকাতেই দেখা যেতে পারে। এক নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘ছবিটি সিস্টেমের উপর প্রতিশোধ নেওয়ার গল্প মনে হচ্ছে। যেখানে টাক মাথার শাহরুখ মেয়েদের একটি দল নিয়ে ট্রেন হাইজ্যাক করেন। তিনি সরকারের ব্যর্থতার কারণে স্ত্রীর (দীপিকা)র অন্যায় মৃত্যুর প্রতিশোধ নিচ্ছেন। ছেলে ও বাবার দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। মুখোশে একজনকে বাবার মতো এবং পুলিশের বেশে তাঁকে ছেলের মতো দেখাচ্ছে। নয়নতারা এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। সম্ভবত তিনি জুনিয়র শাহরুখের বিপরীতে থাকবেন।’
আরও পড়ুন-মাথা ন্যাড়া, মেট্রোয় ‘জওয়ান’-এর নাচ, প্রিভিউ দেখে শাহরুখের কাছে নতজানু সুজয় ঘোষ, বাকিরা কী বলছেন?
আরও পড়ুন-হিন্দু ব্রাহ্মণ হয়ে মুসলিম মেয়েকে বোন পাতিয়েছেন? প্রশ্নের মুখে রাহুল, গ্রামে অশান্তির আঁচ…
আরও পড়ুন-‘ওই মানুষটিকে একা ছেড়ে দিন’, অনুপম খেরের রবি ঠাকুর সাজায় আপত্তি স্বস্তিকার!
আরও এক ব্যক্তি লিখেছেন, ‘বৃদ্ধ এসআরকে এবং দীপিকা কোনও উপজাতীর নাগরিক হতে পারেন। তাঁদের একই গুরু থাকতে পারে, যেখান থেকে তাঁরা যুদ্ধের দক্ষতা অর্জন করেছেন। কোনওভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সরকার জমি দখলের চেষ্টা করেতখন তাঁরা এর বিরুদ্ধে বিদ্রোহ করে। SRK মৃত বলে অনুমান করা হয় এবং দীপিকাকে বন্দী করে জেলে পাঠানো হয়। যুবক এসআরকে জেলে জন্মগ্রহণ করে কোনোভাবে জেল ছেড়ে বের হওয়ার সবুজ সঙ্কেত পায়।’
তবে এসব গল্পই উঠে এসেছে নেটনাগরিকদের কমেন্টে। বাকিটা অ্যাটলির ‘জওয়ান’ মুক্তির পর জানা যাবে। যেটা কিনা ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
For all the latest entertainment News Click Here