‘পাঠান’-এর সামনে টিকলো না ‘শেহজাদা’, দ্বিতীয় দিনেও চমক দেখাতে ব্যর্থ কার্তিক
জেন ওয়াই অভিনেতাদের তালিকায় একদম উপরের দিকে রয়েছে কার্তিক আরিয়ানের নাম। ‘ভুল ভুলাইয়া ২’-এর দুর্দান্ত সাফল্যের পর কার্তিকের ‘শেহজাদা’ ঘিরেও প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। তবে বক্স অফিসে শুরুতেই হড়কে গেল এই ছবি। মুক্তির প্রথম দিন মাত্র ৬ কোটির ব্যবসা করেছিল এই ছবি। দ্বিতীয় দিনেও ছবির আয়ে কোনওরকম বৃদ্ধি নজরে এল না। মাত্র ৬.৬৫ কোটিতেই আটকে গেল রোহিত ধাওয়ানের এই ছবি। দু-দিনে এই ছবির আয় দাঁড়িয়েছে মাত্র ১২.৬৫ কোটি টাকা।
রবিবার ছবির কালেকশন দুই অঙ্কের কাছাকাছি পৌঁছাতে না-পারলে তা বড় ধাক্কা হবে নির্মাতাদের কাছে। এই গতিতে চলতে থাকলে দ্বিতীয় সপ্তাহে বেশ বেগ পেতে ‘শেহজাদা’কে। আল্লু অর্জুন অভিনীত সুপারহিট তেলুগু ছবি ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’র রিমেক এই ছবি। হিন্দি বলয়েও আল্লু অর্জুনের জনপ্রিয়তা কম নয়। তাঁর ছবির রিমেক বানানো কড়া চ্যালেঞ্জ ছিল কার্তিক আরিয়ানের কাছে। তবে পাশ নম্বর পেতে আপতত ব্যর্থ ‘শেহজাদা’।
‘শেহজাদা’র আগে কার্তিকের শেষ ছবি ‘ফ্রেডি’ মুক্তি পেয়েছিল ডিজনি প্লাস হটস্টারে। অন্যদিকে বক্স অফিসে তাঁর শেষ রিলিজ ছিল ‘ভুল ভুলাইয়া ২’, যা ১৮০ কোটি টাকার ব্যবসা করেছিল সাফল্যের সঙ্গে। ‘পাঠান’ সুনামির মাঝে এক সপ্তাহ ছবির মুক্তি পিছিয়ে ছিলেন ‘শেহজাদা’র নির্মাতারা, তাতেও লাভ হল না। মুক্তির প্রায় তিন সপ্তাহ পরেও কার্তিক-কৃতির ছবিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ‘পাঠান’। শনিবার মহাশিবরাত্রিতে ‘পাঠান’ দেখতে ভিড় নজরে এসেছে থিয়েটারে। এদিন ৩.২৫ কোটি টাকার ব্যবসা হাঁকাল শাহরুখ-দীপিকার ছবি। যার জেরে দেশের বক্স অফিসে ৫০০ কোটির একদম দোরগোড়ায় এই ছবি, মোট আয় ৪৯৩.৬০ কোটি টাকা। যদিও তামিল,তেলুগু সংস্করণ মেলালে ইতিমঝধ্যেই ৫১১ কোটির গণ্ডি পার ফেলেছে এই ফিল্ম।
‘শেহজাদা’র সঙ্গেই মুক্তি পাওয়া ‘অ্যান্ট-ম্যান’ দেখতে উপচে পড়ছে ভিড়, এই হলিউড ছবি আয় করেছে ৮.৫০ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি ‘শেহজাদা’র কো-প্রোডিউসার কার্তিক আরিয়ান। ছবির শ্যুটিং মাঝপথে আটকে গেলে প্রোডিউসারদের নিজের পারিশ্রমিক ফিরিয়ে দেন কার্তিক, এবং সহ-প্রযোজক হিসাবে পাশে দাঁড়ান। ছবির প্রচারে কোনওরকম খামিত রাখেননি অভিনেতা। তবে প্রচারে কার্তিক ভক্তদের ভিড় নজরে এলেও থিয়েটারে সেই দর্শকের উপস্থিতি চোখে পড়েনি। এই ছবির সাফল্যের মাঝে অন্যতম কাঁটা ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’-এর জনপ্রিয়তাও। এই ছবির হিন্দি ভার্সন বিনামূল্যে ইউটিউবে দেখা যায়, সুতরাং অনেকেই সেটি দেখে ফেলেছেন আগেই। তাই ‘শেহজাদা’ ঘিরে শুরু থেকেই তেমন আগ্রহ ছিল না। বক্স অফিস বিশেষজ্ঞদের কথায়, ২০ থেকে ৩০ কোটির মধ্যেই আটকে যাবে এই ছবির কালেকশন।
For all the latest entertainment News Click Here