পাঠানের সঙ্গে কেকেআরের জয়ের নায়কের তুলনা, শাহরুখকে ‘লাভ ইউ’ বলে ধন্যবাদ রিঙ্কুর
কাউন্টডাউন চলছে। গোটা দিল্লি শহরকে প্রাণঘাতী ভাইরাসের হাত বাঁচাতে প্যাসেঞ্জার ভর্তি প্লেন মাঝ আকাশে উড়িয়ে দেওয়া ছাড়া গতি নেই। কারণ সেই বিমানেই জিম রেখেছে ‘রক্ত বীজ’। যা গোটা দিল্লি শহরে ছড়িয়ে দেবে এমন ভাইরাস, যাতে কোটি কোটি মানুষের মৃত্যু অবশ্যাম্ভাবী। সেই রক্ত-বীজ’কে ডি-অ্যাক্টিভেট করতে পারে একমাত্র ‘পাঠান’। জিমের সঙ্গে প্রাণপ্রণে লড়াই চালিয়ে যাচ্ছে সে, জোর হাতে প্রার্থনা করা ছাড়া বাকিদের হাতে গতি নেই। হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনে ‘পাঠান’। পর্দায় পাঠানের এমন নায়কোচিত কর্মকাণ্ডের সাক্ষী থেকেছি আমরা। কিন্তু পাঠানের মতোই বাস্তবে এমন কিছু মানুষ হন, যাঁরা শেষ মুহূর্ত পর্যন্ত হারতে শেখেননি। বরং প্রতিপক্ষের মুখ থেকে জয় ছিনিয়ে আনতে ওস্তাদ তাঁরা। রবিবার রাতে এমনই এক রিয়েল লাইফ ‘পাঠান’কে দেখে মুগ্ধ গোটা ইন্ডিয়া। তিনি কেকেআরের রিঙ্কু সিং।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচ একা হাতে জিতিয়ে কেকেআর সমর্থকদের নয়ণের মণি লখনউয়ের এই ভূমিপুত্র। শেষ ৫ বলে ৫ ছক্কা মেরে কেকেআরকে স্মরণীয় জয় এনে দেয় রিঙ্কু। তাঁর এই কীর্তিতে এতটাই মুগ্ধ দলের মালিক শাহরুখ খান, যে রবিবার রাতে রিঙ্কুকে শুভেচ্ছা জানাতে ফটোশপ করে নিজের পাঠানের পোস্টারে রিঙ্কুর মুখ বসিয়ে দেন তিনি। সঙ্গে আদুরে শুভেচ্ছা, যা দেখে রীতিমতো আবেগঘন কেকেআরের জয়ের নায়ক।
শাহরুখের টুইট নিজের দেওয়ালে রি-টুইট করে রিঙ্কু লেখেন, ‘শাহরুখ স্যার ইয়ার… লাভ ইউ স্যার আর অশেষ ধন্যবাদ আপনার এই সমর্থনের জন্য’। টুইটারে রিঙ্কুর জন্য কী বার্তা ছিল শাহরুখের? তিনি লেখেন, ‘ঝুমে জো রিঙ্কু….মাই বেবি রিঙ্কু, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা তোমরা ফাটিয়ে দিয়েছো!! শুধু নিজের উপর বিশ্বাসটা রেখো, ওটাই যথেষ্ট। অনেক অভিনন্দন কলকাতা নাইট রাইডার্স’। একইসঙ্গে দলের সিইও ভেঙ্কটেশ আইয়ারকে তাঁর বার্তা, ‘স্যার, নিজের হার্টের খেয়াল রাখুন’।
রিঙ্কুর এই ইনিংস দেখে বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছিল সকল ক্রিকেটপ্রেমীদেরই। রবিবার আমদাবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ২০৪ রান তোলে গুজরাট। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও কেকেআরকে লড়াইয়ে ফেরান বেঙ্কটেশ আইয়ার এবং অধিনায়ক নীতীশ রানা। কিন্তু রশিদ খানের হ্যাটট্রিকে কেকেআরের প্রায় ম্যাচ হারতে বসেছিল। পরপর তিন বলে আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং শার্দুল ঠাকুর আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন। ম্যাচ জয়ের আশা কার্যত ছেড়েই দিয়েছিলেন কেকেআর ভক্তরা। কিন্তু ওস্তাদ রিঙ্কুর মার এল শেষ ওভারে! মাত্র ২১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ছ’টি ছক্কা এবং একটি চার মারেন। স্ট্রাইক রেট ছিল ২২৮.৫৭।
চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন রিঙ্কু। তাঁর বাবা খানচাঁদ সিংহ গ্যাসের সিলিন্ডার বিলি করতেন। লখনউয়ে দু’টি ঘরে চার ভাই-বোন এবং মা-বাবাকে নিয়ে ছিল রিঙ্কুর সংসার। দু’বেলা ঠিক মতো খাবার জুটত না। একটা সময় ঝাড়ুদারের কাজ পর্যন্ত করতে হয়েছে রিঙ্কুকে। সেখান থেকে লড়াই করে ২০১৮ সালে কেকেআরের সদস্য হওয়া। ৮০ লক্ষ টাকায় রিঙ্কুকে কিনেছিল শাহরুখের দল। এরপর বছরের পর বছর রিসার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছে। কিন্তু গত বছর সুযোগ হাতে আসার পর তার সদ্বব্যবহার করতে ভোলেননি রিঙ্কু। রবিবার রাতেও রিঙ্কু দেখিয়ে দিলেন আগামিদিনে টিম ইন্ডিয়ার তুরুপের তাস হতে পারেন তিনি।
For all the latest entertainment News Click Here