পাঠানের বক্স অফিস আয় ১০০০ কোটি বিশ্বাস হয়নি কাজলের? শাহরুখকে নিয়ে জড়াল বিতর্কে
চলতি বছরের শুরুতেই বক্স অফিসে হল্লা ফেলে দিয়েছিল শাহরুখ খানের পাঠান। প্রায় চার বছরের লম্বা বিরতির পর বড় পর্দায় ফেরেন কিং খান। তাই একটু মাতামাতি তো হবেই। ছবি ব্যবসাও করে ১০০০ কোটির উপরে। আর সেই পাঠান নিয়েই এমন প্রশ্ন করে বসলেন কাজল, যা শুনে হতবাক নেটপাড়া।
১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেন শাহরুখ খান আর কাজল। তাঁদের একসঙ্গে শেষ ছবি ছিল রোহিত শেট্টির ২০১৫ সালের সিনেমা ‘দিলওয়ালে’। মাঝে ৮টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-কাজল জুটিতে। দেখা গিয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, করণ অর্জুন, কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, কাল হো না হো, কাভি অলবিদা না কহেনা, ওম শান্তি ওম, মাই নেম ইজ খান-এর মতো ছবিতে। আরও পড়ুন: অজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন, এর মাঝে শাহরুখের সঙ্গে কী করার শখ জাগল কাজলের মনে?
সম্প্রতি লাইভ হিন্দুস্তানের পক্ষ থেকে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি শাহরুখকে কী প্রশ্ন করতে চান। যাতে অজয় পত্নী জবাবে বলেন, ‘আমি শাহরুখের কাছ থেকে জানতে চাইব পাঠান সত্যিকারের কত টাকার ব্যবসা করেছে।’
আর কাজলের এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নানা ধরনের মন্তব্য করছেন নেট-নাগরিকরা। একজন যেমন লিখেছেন, ‘এরকম বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন পড়বে না।’ আরেকজন আবার কাজলের পক্ষ নিয়ে মন্তব্য করে বসেন, ‘ঠিকই বলেছে। আজকাল বেশিরভাগ চিত্র সমালোচক, ট্রেড পণ্ডিতরা টাকা খেয়ে বসে আছে। ফেক রিপোর্ট দেয়। আর ভারতের বক্স অফিস রিপোর্টকে বিশ্বাস না করাই ভালো। পাঠানের কালেকশন নিয়ে সামনে আসা রিপোর্ট ভুয়ো আসার সম্ভাবনা প্রবল।’
আপাতত কাজল ব্যস্ত রয়েছেন তাঁর ওটিটি শো ‘ট্রায়াল’-এর প্রচার নিয়ে। ট্রায়ালে কাজলের সঙ্গে দেখা গিয়েছে বাংলার অভিনেতা যিশু সেনগুপ্ত। এটি একটি কোর্টরুম ড্রামা। তাঁর চরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত, যে একজন গৃহবধূ। আইনজীবী হিসেবে কাজে ফিরতে বাধ্য হয় যখন স্বামী (যিশু)-র কেলেঙ্কারির খবর বাইরে আসে ও তার জেল হয়। প্রথম দিকে কেরিয়ারে অনেক বাধা হলেও, ধীরে ধীরে কাজের জায়গায় নিজের পরিচিতি গড়ে। স্বামীর কেসও আসে কাজলেরই হাতে। নেবে কি সে সেই দায়িত্ব? ইতিমধ্যেই বেশ প্রশংসা পাচ্ছে ট্রায়াল।
কাজের সূত্রে, মুক্তির অপেক্ষায় শাহরুখ জাওয়ান। সম্প্রতিই ২ মিনিট ১২ সেকেন্ডের ‘জওয়ান’ প্রিভিউ ঝড় তুলেছে ইন্টারনেটে। মারকাটারি অ্যাকশন, হেলিকপ্টারে মারপিট, কার চেজিং, শাহরুখের নাচ নিয়ে একেবারে জমজমাট। আর শাহরুখের ন্যাড়া মাথা চেহাড়া তো টক অফ দ্য টাউন। ছবির মুক্তি পাওয়ার কথা ৭ সেপ্টেম্বর।
পাঠান ও জওয়ান-এর পর চলতি বছর শেষে ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হবেন তারকা। সেই ছবিতে প্রথমবার রাজ কুমার হিরানির সঙ্গে জুটিতে থাকবেন কিং খান। ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ‘ডাঙ্কি’র।
For all the latest entertainment News Click Here