‘পাঠান’ই রোয়াব অব্যাহত! ৬ দিনেই রেকর্ড গড়ে ২৯৬ কোটি আয় করল শাহরুখের ছবি
রবিবার ফাটাফাটি ব্যবসা করার পর সোমবার যেন সেই গতি খানিকটা কমল পাঠানের। তবুও এদিন শাহরুখ অভিনীত ছবিটি হিন্দি ভার্সনে ২৫ কোটি টাকা আয় করতে পেরেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি পাঠানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। সঙ্গে ছিলেন ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। ক্যামিও চরিত্রে ভাইজান সলমন খানের দেখা মিলেছে এই ছবিতে।
গত বুধবার ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পাঠান। তারপর এই প্রথমবার ৩০ জানুয়ারি, সোমবার ছবি মূল চরিত্ররা একটি পাবলিক ইভেন্টে ধরা দিলেন। জানালেন ছবির সিক্যুয়েলের বিষয়। মুখ খুললেন ছবির সাকসেস নিয়ে।
সোমবার, অর্থাৎ ছবি মুক্তির ষষ্ঠ দিনে হিন্দি ভার্সনে ছবিটি মোট ২৯৬ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে এটা স্পষ্ট যে মঙ্গলবার অর্থাৎ ৩১ জানুয়ারির মধ্যে পাঠানি রোয়াব বজায় রেখেই ছবিটি ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে। একই সঙ্গে এটাও বোঝা যাচ্ছে যে প্রথম সপ্তাহেই ছবিটি কেবলমাত্র হিন্দি ভার্সনে ৩৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলবে। সোমবার বিশ্বজুড়েও এই ছবিটি ব্যাপক ব্যবসা করেছে। ফলে সবটা মিলিয়ে এটা স্পষ্ট যে পাঠানের হাত ধরেই মাত্র ৭-৮ দিনে এই ছবি সমস্ত রেকর্ডকে ভেঙে চুরমার করে দিতে চলেছে।
সোমবার তরণ আদর্শ, ট্রেড অ্যানালিস্ট জানান যে পাঠান বক্স অফিসে পুরো সুনামির ঢেউ তুলেছে। এর ব্যবসা অভাবনীয়। মাত্র পাঁচদিনে ছবিটি বিশ্বজুড়ে ৫৪২ কোটি টাকার ব্যবসা করে ফেলল।
পাঠান ছবির এই দুর্দান্ত সাফল্য দেখার পর কার্তিক আরিয়ানের আগামী ছবি শেহজাদার মুক্তির দিন পিছিয়ে দেওয়া হল। ছবিটি আদতে ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখন এটি ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানা গেল। আসলে এখন কেউই পাঠান ঝড়ের সামনে পড়তে চাইছেন না।
সোমবার, ৩০ জানুয়ারি মুম্বইতে পাঠান ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে শাহরুখ খান বলেন, ‘আমরা দর্শকদের কাছে ভীষণ রকম কৃতজ্ঞ আমাদের ছবিটিকে এতটা সাপোর্ট করার জন্য। এই ছবি নিয়ে এমন একাধিক জিনিস ঘটেছিল যা তার আনন্দ সহকারে রিলিজ করাটাকে মাটি করতে পারত, কিন্তু দর্শকদের জন্য সেটা হয়নি। আগে একটা সময় ছিল যখন আমাদের লোকজনকে ডেকে ডেকে বলতে হতো যে আমাদের ছবিকে নির্বিঘ্নে চলতে দিন। সিনেমা দেখা এবং সিনেমা বানানো দুটোই ভালোবাসার কাজ। আমি সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা এই ছবি রিলিজ করতে সাহায্য করেছেন।
For all the latest entertainment News Click Here