‘পাখিদের স্মৃতি’তে মিলেমিশে যায় অতীত ও বর্তমান, বৃষ্টিতে মেশে ইন্দুবালার কান্না
‘পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফণীমনসা ও জানে/ বাগানের স্মৃতি নজরুল গীতিবালিকার কানে কানে/…. ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা, তুমি কি গো সেই মানিনী,/ অসাড় আষাঢ়ে অকুল পাথারে স্মৃতির ও বিলাসে ভাসিনি…’। বাড়িতে বসেই পিয়ানো বাজিয়ে আরও একবার ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর এই গান গাইলেন ইমন চক্রবর্তী। যেটি কিনা নিজের ফেসবুকে পেজে শেয়ার করেছেন ‘ইন্দুবালা’ শুভশ্রী।
গানটি গাওয়ার সঙ্গে শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ইমন চক্রবর্তী লেখেন, ‘আজ আমার একটি গান মুক্তি পেয়েছে..ইন্দুবালার ভাতের হোটেলের প্রথম গান । আমি চেষ্টা করেছি মন দিয়ে গাইতে!! অসাধারন লিখেছেন দেবালয় দা, তারপর ভার নিয়েছে অমিত। আমি নিজে এতবার শুনেছি গানটা তাই ভাবলাম একটু গাই! তাই গাইলাম ! ভুল গুলো ক্ষমা করবেন। আর পিয়ানোতে নখের খট খট শব্দ ignore করবেন প্লিস’…। কমেন্টে গানটি শেয়ার করার জন্য শুভশ্রীকে ধন্যবাদ জানাতেও ভোলেননি ইমন।
ইতিমধ্যেই বহু সঙ্গীতপ্রেমী শ্রোতার মন কেড়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ওয়েব সিরিজের এই গান। হয়ত গানটি শুনে অনেকের চোখ থেকে দু’এক ফোঁটা জলও পড়েছে। মনে পড়ে গিয়েছে নিজের হৃদয়ে লুকিয়ে রাখা পুরনো কোনও স্মৃতি। গানের দৃশ্যায়নে দেখা গিয়েছে বৃদ্ধা ইন্দুবালা রেডিও অন করে নিজেরল পুরনো বাড়ির ফাঁকা ধরে গানটি শুনছেন। সঙ্গে তাঁর স্মৃতি পটে ভেসে ওঠে ছোটবেলার স্মৃতি বিয়ের পর ট্রেনে চেপে বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসা। ঝড়-বৃষ্টির দিনে হাপুস ভিজে দুই ছেলেকে নিয়ে আম কুড়তে। স্মৃতি বুকে নিয়েই বুড়ো বয়সেও একইভাবে ভিজে আম কুড়তে দেখা যায় তাঁকে। নিজের দেশ, সেখান থেকে মা ঠাকুমার কাছে শেখা রান্না-ই রাঁধতে দেখা যায় শুভশ্রীকে। আবার কখনও তার মনে পড়ে ছোটবেলার ভালোবাসার কথা। উঠে আসে ৭-দশকে নকশাল আন্দোলন, দেশভাগের গল্পও। ইন্দুবালার বুকের ভিতরে জমে থাকা কষ্ট, চাপা কান্না, যেন গানের দৃশ্যায়নে মিলে মিশে একাকার হয়ে যায়। মিলেমিশে যায় ইন্দুবালা অতীত ও বর্তমান। মুক্তির একদিনের মধ্যেই গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
প্রসঙ্গত পাখিদের স্মৃতি গানটি লিখেছেন, পরিচালক দেবালয় ভট্টাচার্য। সুর দিয়েছেন অমিত চট্টোপাধ্যায়। তবে এই গানটির মূল উৎস অতুলপ্রসাদ সেনের লেখা ‘ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা/ তুমি কি গো সেই মানিনী?’ গানটি, কীর্তন অঙ্গের এই গানটি গীতিগঞ্জ বইয়ে প্রকাশিত হয়েছিল বলে জানা যায়।
For all the latest entertainment News Click Here