পাক সরকার কেন ক্রিকেট বোর্ডের কাজে হস্তক্ষেপ করছে- প্রাক্তন PCB চেয়ারম্যান
World Cup in India: ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। এবার পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, খালিদ মাহমুদ। তাঁর মেয়াদেই পাকিস্তান ১৯৯৯ সালে ভারতে পূর্ণ সফর করেছিল এবং যিনি নিজে ১৯৮৯ সালে জুনিয়র দলের ম্যানেজার হিসাবে প্রতিবেশী দেশ সফর করেছিলেন, তিনি বলেছিলেন যে এই কমিটি গঠনের কোনও অর্থ হয় না।
মাহমুদ একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘মজার বিষয় হল প্রধান স্টেকহোল্ডার, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি কমিটিতে নেই।’ তিনি সতর্ক করে দিয়েছিলেন যে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণকে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ‘যদিও আমি একমত যে ভারতের এখন পাকিস্তান সফর না আসার কোন যৌক্তিকতা নেই, তবে আন্তর্জাতিক পর্যায়ে জিনিসগুলি যেভাবে করা হয় এটা সেটা নয়।’ মাহমুদের মতে, মন্ত্রীদের এই কমিটি গঠন করার ফলে সরকার খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দিচ্ছে। সরকারের এই নীতির বিরোধিতা করেছেন খালিদ মাহমুদ।
প্রাক্তন পিসিবি চেয়ারম্যান আরও বলেছেন, ‘আপনি যদি বলেন যে আমরা ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছি, তাহলে সেটা বোঝা যায়, কিন্তু খোলাখুলি বলা যে ভারত যদি পাকিস্তানে না আসে তাহলে আমরাও বিশ্বকাপে ভারতে দল পাঠাব না। সেটা ঠিক নয়, উভয় জিনিস মিশিয়ে ফেলাটা একেবারেই উচিত নয়। এটা আমরা আগে কখনও করিনি।’
মাহমুদ পিসিবি বিষয়ে সরকারের ভূমিকা এবং বিশ্বকাপের জন্য দল পাঠানোর হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমি যখন ১৯৯৯ সালে চেয়ারম্যান ছিলাম, ভারতের হুমকি সত্ত্বেও, আমরা নিজেরাই আমাদের দলের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করেছিলাম, ভারতে একটি প্রতিনিধি দল পাঠিয়ে সরকারকে পরামর্শ দিয়েছিলাম আমরা ভারতে যেতে ইচ্ছুক।’
খালিদ মাহমুদ বলেন, এখন বুদ্ধিমানের কাজ হল পাকিস্তান দল মেগা ইভেন্টে অংশ নিয়েছে তা নিশ্চিত করা। এটা না করলে দল নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে এবং অন্যান্য বোর্ডের সঙ্গে সম্পর্কও খারাপ হতে পারে। মাহমুদ বলেন, এশিয়া কাপ নিয়ে ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নাজাম শেঠি যে সিদ্ধান্তই নিয়েছেন তা এখনই সম্মান করা উচিত। তিনি বলেন, ‘আমি আশা করি আশরাফ জাকা যখন এই সপ্তাহের শেষের দিকে আইসিসির বৈঠকে যোগ দেবেন, তখন এই কমিটি গঠন এবং মন্ত্রী আহসান মাজারির বক্তব্যের একটা প্রভাব দেখা যেতে পারে। এই কারণে তাঁকে হয়তো একটি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে।’
For all the latest Sports News Click Here