পাকিস্তান ম্যাচে ‘ডেড বল’ বিতর্কের জের, ফ্রি-হিটের নিয়ম একেবারে স্পষ্ট করল ICC
ফ্রি-হিটে স্টাম্পে বল লাগলেও কেন রান হবে? কেন ‘ডেড বল’ ঘোষণা করা হবে না? সাত মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে সেই বিষয়টি নিয়ে তুমুল হইচই হয়েছিল। পাকিস্তানের দাবি ছিল যে ফ্রি-হিটে স্টাম্পে যদি বল লাগে, তাহলে ‘ডেড বল’ বলে ঘোষণা করা উচিত। যদিও পাকিস্তানের সেই দাবি কানে তোলেননি আম্পায়াররা। আইসিসির নিয়ম মেনেই ভারতকে রান দিয়েছিলেন। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার নিয়ম মেনেই আম্পায়াররা সেই সিদ্ধান্ত নিলেও ওরকম ক্ষেত্রের জন্য নির্দিষ্টভাবে কোনও ধারা ছিল না। ফ্রি-হিট এবং ডেড বলের নিয়ম মিলিয়ে সেটা সঠিক সিদ্ধান্ত ছিল (আইসিসির ২১.১৯.২ ধারা এবং আইসিসির ২০.১.১.৩ ধারা)। এবার সেই কাজটাই করল আইসিসি। যাবতীয় বিতর্কে ইতি টেনে একেবারে স্পষ্টভাষায় জানিয়ে দিল যে ফ্রি-হিটে যদি স্টাম্পে বল লাগে, তাহলে তাতে যে রানটা হবে, সেটা বৈধ বলে বিবেচনা করা হবে। যুক্ত হবে সংশ্লিষ্ট ব্যাটিং দলের মোট রানের সঙ্গে।
সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ফ্রি-হিটে বল স্টাম্পে লাগার পর যে রান হবে, সেটা সংশ্লিষ্ট দলের রান হিসেবে যোগ করা হবে। অর্থাৎ ফ্রি-হিটে অন্যান্য যে সব অন্যান্য উপায়ে যেমনভাবে রান হয়, স্টাম্পে বল লাগলেও সেভাবেই রান হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যে আইসিসি কমিটির সেই সিদ্ধান্ত নিয়েছে, সেই কমিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: IND vs PAK dead ball controversy: ফ্রি-হিটে বোল্ড হয়েও রান! ৩ দিন আগে হয়েছিল একই ঘটনা, কী বলছে ICC-র নিয়ম?
টি-টোয়েন্টি বিশ্বকাপে কী হয়েছিল?
গত বছর ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে ১৬ রান দরকার ছিল ভারতের। উচ্চতার কারণে মহম্মদ নওয়াজের চতুর্থ বলটি নো বল দিয়েছিলেন অনফিল্ড আম্পায়াররা। স্বভাবতই ফ্রি-হিট হয়েছিল। ফ্রি-হিটে নওয়াজের বলটা ব্যাটে লাগাতে পারেননি বিরাট। স্টাম্পে আছড়ে পড়েছিল বল। সেই পরিস্থিতিতে তিন রান নিয়েছিলেন ভারতের তারকা ব্যাটার।
আরও পড়ুন: Neesham trolls Pakistanis on dead ball: ‘স্ক্রিনশট দেখে ভাবে ICC-র নিয়ম’, ডেড বল নিয়ে পাকিস্তানি নেটিজেনদের খোঁচা নিশমের
সেই সিদ্ধান্ত নিয়ে সেইসময় তুমুল হইচই শুরু হয়েছিল। পাকিস্তানি নেটিজেনরা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। তাঁরা দাবি করেছিলেন, ‘নো বল ছিল না’, ‘স্টাম্পে বল লাগলে ডেড বল হয়ে যায়।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here