‘পাকিস্তান ফিল্ম ইন্ডাস্টিতেও স্বজনপোষণ রয়েছে’, মুখ খুললেন পাক অভিনেতা শায়ান
পাকিস্তানে তৈরি অ্যাকশন, কমেডি ছবি ‘মানি ব্যাক গ্যারান্টি’র সাফল্যে তিনি বেশ খুশি। যদিও ছবিটি ৩ বছর আটকে থাকার পর মুক্তি পেয়েছে। এই ছবি ও পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন ছবির অন্যতম প্রযোজক, অভিনেতা শায়ান খান। তাঁ কথায়, শুধু বলিউডে নয়, ‘পাক ফিল্ম ইন্ডাস্ট্রিও স্বজনপোষণ দোষে দুষ্ট।’
তাঁর প্রযোজিত ও অভিনীত ‘মানি ব্যাক গ্যারান্টি’ প্রসঙ্গে শায়ান বলেন, ‘এটি একটি ডার্ক কমেডি। তবে এটি এমন কিছু নয় যাতে দর্শক বিরক্ত হবেন। এটি একটি হালকা কমেডি। তবে এই ছবিতে কোনো নায়ক নেই। প্রতিটি মানুষই ভিলেন।’ শায়ানের কথায়, ‘এই ছবি সরকারের বিরুদ্ধে নয়, এটা অত্যাচারের বিরুদ্ধে। যেখানে ধনীরা আরও ধনী হচ্ছেন আর গরীবরা আরও গরীব। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর দীর্ঘদিন ধরে অন্যায়ের শিকার হতে হতে ক্লান্ত। তাঁরা সরকার কর্তৃক প্রতারিত হওয়ার অভিযোগ করে, যদিও তাঁরাই আবার ওই সরকারকে সমর্থন করে। ছবিতে বেশ মজার ঘটনা আছে। এটা শ্রীলঙ্কায় মুক্তি পাওয়া প্রথম পাকিস্তানি ছবি।’
শায়ান খানকে প্রশ্ন করা হয়, আপনার চরিত্র কাশ্মীরের যিনি ইসলামাবাদে থাকেন। ভারতের সঙ্গে সংযোগ রয়েছে? একথায় শায়ান বলেন, পুরোটাই কাল্পনিক জগত। আমরা কিন্তু জায়গাটির নাম ইসলামাবাদ রাখি নি শুধু রাজধানী বলেছি।
বেশকিছুদিন আগে লাহোরে জাভেদ আখতারের কিছু মন্তব্য দুই দেশেই ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছিল। এবিষয়ে শায়ান বলেন, জাভেদ আখতার সাব আমাদের এখানে ঘৃণা ছড়াতে আসেননি। তিনি এসেছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে। এবার কখনও কখনও, মুহূর্তের উত্তাপে মানুষজন অনেক কিছু বলে ফেলেন। লোকজন সেটাই ভুল ব্যাখ্যা করতে শুরু করেন, তখনই সমস্যা হয়। তবে আমি যুদ্ধের চেয়ে প্রেম করায় বেশি বিশ্বাসী।’
শায়ান খান জানান, ‘পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রিও স্বজনপোষণ সমস্যা রয়েছে। যদি পাকিস্তানি টেলিভিশনের দিকে তাকান, তাহলে সেখানেই দেখবেন, ৯০ শতাংশ লোকজনই আত্মীয়। তবে আমি স্ব-নির্মিত, কেউ সাহায্য করেননি। ফাওয়াদও নিজেই প্রতিষ্ঠিত হয়েছেন।’ শায়ান জানান, তিনিও শুরুর দিকে ঘৃণা পেয়েছেন, তবে হাল ছেড়ে দেননি। এদিন ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রশংসাও করেন শায়ান খান। জানান, অল্প বয়সে তিনি বলিউডের সলমন খানের ভীষণ ফ্যান ছিলেন। পরবর্তী সময়ে ইরফান খানের অভিনয় তাঁর ভালো লেগেছে। আর পাক অভিনেতাদের মধ্যে মিকাল জুলফিকর তাঁর পছন্দের বলে জানান শায়ান।
For all the latest entertainment News Click Here