পাকিস্তান ক্রিকেটের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে মিকি আর্থারকে নিয়োগ PCB-র
শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় নাম মিকি আর্থার। কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার তাঁকেই ফের একবার পাকিস্তান ক্রিকেটের ডিরেক্টর অফ ক্রিকেট পদে নিয়োগ করল পিসিবি। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার কোচ হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন আর্থার। তাঁর হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সাফল্য পেয়েছে দেশগুলো। ২০১৬-১৯ তিনি পাকিস্তানেরও হেড কোচের দায়িত্বে ছিলেন। এই সময়কালেই পাকিস্তান ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। ফাইনালে তাঁরা হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় দলকে।
মিকি আর্থারের সময়কালেই পাকিস্তান বিশ্বের সেরা টি-২০ দলের তকমাও পেয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির থেকে। বৃহস্পতিবারেই পিসিবির তরফে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জন্ম হওয়া ৫৪ বছর বয়সি এই কোচ এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল ডার্বিশায়ারের। পাকিস্তানের সিনিয়র দলকে নিয়ে নানা পরিকল্পনা, নয়া স্ট্র্যাটেজি সাজানোর দায়িত্বেও রয়েছেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পরে মিকি আর্থার জানিয়েছেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে পুনরায় যোগ দিতে মুখিয়ে রয়েছি। এখানকার ক্রিকেটাররা অত্যন্ত প্রতিভাবান। ওদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। আমি দায়িত্ব ছাড়ার পরেও ওদের উপর নজর রেখেছিলাম। ওরা কেমন পারফরম্যান্স করছে বা করছে না সেইসব বিষয়ে আমি নজর রেখেছি। ওরা এতটাই প্রতিভাবান ক্রিকেটার যে ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে ওরা বিশ্ব সেরা হওয়ার ক্ষমতা রাখে। ওদের জন্য আমার কাজটা হবে সঠিক স্ট্র্যাটেজি সাজিয়ে দেওয়া। এমন একটি পরিবেশ তৈরি করা যাতে সকলে যোগদান করতে পারে। প্রত্যেকের পারফরম্যান্সে যাতে উন্নতি হয়।’
পাশাপাশি পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের কোচিং স্টাফদের অঙ্গ হিসেবেও তিনি কাজ করবেন। বছর শেষে ভারতে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে সেখানে পাকিস্তান দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করবেন তিনি। পাশাপাশি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া সফরেও তিনি পাক দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করবেন।
For all the latest Sports News Click Here