পাকিস্তানে Asia Cup আয়োজন নিয়ে BCCI সচিবের সঙ্গে সরাসরি কথা বলতে চান PCB প্রধান
সেপ্টেম্বরে পাকিস্তানে আদৌ এশিয়া কাপ হবে? রাজনৈতিক কারে পাকিস্তানে গিয়ে জানি ভারত এশিয়া কাপ খেলবে না, এ কথা বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দেওয়ার পর থেকেই চলছে নাটকের পর নাটক। প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা ভারতকে নানা ভাবে হুমকি দিয়েছিলেন। এমন কী ২০২৩ বিশ্বকাপে ভারতে এসে বিশ্বকাপ না খেলার ঘোষণাও করেছিলেন।
তবে পিসিবি-র নয়া চেয়ারম্যান নাজাম শেঠি বিসিসিআই-এর সঙ্গে আপাতত কোনও রকম সংঘর্ষের পথে যাচ্ছেন না। তিনি বরং জয় শাহের সঙ্গে আলোচনা করতে চান। বৃহস্পতিবার দুবাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। জয় শাহ সেই অনুষ্ঠানে সামিল হলে, সেখানেই এই প্রসঙ্গ উত্থাপন করতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি।
আরও পড়ুন: IPL খেলবেন না পন্ত, DC শীঘ্রই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে- সাফ জানালেন সৌরভ
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে জয় শাহ বা বোর্ডের অন্য কোনও কর্তা হাজির থাকবে কিনা, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তার থেকেও বড় প্রশ্ন হল, যদিও বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট এবং বিসিসিআইয়ের সচিব হিসেবে এই অনুষ্ঠানে যোগ দেন জয় শাহ, পিসিবি প্রধানের সঙ্গে এই বিষয়ে ব্যক্তিগত ভাবে কথা বলতে আদৌ কতটা আগ্রহী থাকবেন তিনি?
পাকিস্তান বোর্ড সূত্রে জানা গিয়েছে, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের মঞ্চকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে সম্পর্ক উন্নতিতে কাজে লাগাতে চান নাজাম। এই বছরের সেপ্টেম্বরে পাকিস্তানেই যাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়, সেটাও নিশ্চিত করতে চান পিসিবি প্রধান। শোনা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন জয় শাহ। সেই কারণেই নাজাম দুবাইয়ে গিয়েছেন।’
আরও পড়ুন: এ রকম ইনিংস খেলতে ভাগ্যের সাহায্য প্রয়োজন- তাঁর ক্যাচ মিস নিয়ে সোজাসাপ্টা কোহলি
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তানে নাকি অন্য কোনও নিরপেক্ষ ভেন্যুতে হবে এশিয়া কাপ? এখনও নিশ্চিত নয়, ২০২৩ এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে। এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে ঠান্ডা লড়াই চলছে গত বছর থেকে। তারই মধ্যে টুইটারে ২০২৩-২৪ মরশুমের ক্রিকেট সূচি ঘোষণা করেছেন এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ। এই সূচি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ ওডিআই অনুষ্ঠিত হবে। গত বারের মতো এ বারও এশিয়া কাপ টুর্নামেন্টে এক গ্রুপে থাকছে ভারত এবং পাকিস্তান। অর্থাৎ সেপ্টেম্বরেই ফের ভারত-পাক মহারণ। তবে এ বারের ফরম্যাট ৫০ ওভারের। কিন্তু কোথায় হবে এশিয়া কাপ? সেটা নিয়ে অনিশ্চয়তা থেকেই গিয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেব, ‘নাজাম শেঠি মনে করেন, পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন করতে হলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যদের সমর্থন দরকার। পাকিস্তানে যে নিরাপত্তার কোনও সমস্যা নেই, সেটা তাঁদের বোঝানোর চেষ্টা করা হবে। জয় শাহ দুবাইয়ে এলে তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবেন নাজাম শেঠি। এবং এশিয়া কাপ খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানোর অনুরোধ করবেন।’ আইসিসির হেডকোয়ার্টারে গিয়েও পাকিস্তানের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা নিয়ে আলোচনা করতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি।
For all the latest Sports News Click Here