পাকিস্তানে যতই নিষিদ্ধ হোক, ১০মার্চ থেকে ভারতে দেখা যাবে অস্কারে যাওয়া জয়ল্যান্ড
এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ একাধিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে পাকিস্তানের ছবি জয়ল্যান্ড দেখানো হয়েছে। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এই ছবি। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ মার্চ ভারতে মুক্তি পেতে চলেছে পাকিস্তানি ছবি জয়ল্যান্ড।
পাকিস্তানের তরফে অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ছবির বিভাগে এই ছবিটিকে পাঠানো হয়েছে। এখানে এক পুরুষতান্ত্রিক পরিবারকে দেখানো হয়েছে। সেই পরিবারে কেবল পুত্র সন্তান জন্ম নেয়। এমন অবস্থায় সেই বাড়ির ছোট ছেলের আগ্রহ বাড়ে নাচের প্রতি। শুধু তাই নয়। সে এক রূপান্তরকামী মহিলার প্রেমেও পড়ে যান।
এই ছবি বিশ্বজুড়ে কবে কোথায় মুক্তি পেতে চলেছে সেটা জয়ল্যান্ড ছবির অফিসিয়াল যে ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে কোন দেশে কবে এই ছবি মুক্তি পাচ্ছে।
এই ছবির ইনস্টাগ্রাম পেজের তরফে জানানো হয়েছে, ‘আমরা ভীষণ উচ্ছ্বসিত এটা জানতে যে এখন গোটা বিশ্বের দর্শকরা এই ছবি দেখতে পাবেন। স্পেন, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, বেনেলাক্স, পূর্ব ইউরোপে মুক্তি পাচ্ছে জয়ল্যান্ড।’
পিভিআর পিকচার্সের তরফে এই ছবি ভারতে রিলিজ করা হচ্ছে। এই ছবিতে সানিয়া সায়িদ, আলি জুনেজা, আলিনা খান, রাস্তি ফারুক, সলমন পীরজাদা, সোহেল সমীরকে দেখা যাবে মুখ্য ভূমিকায়।
এই ছবিটির প্রযোজনা করেছেন অপূর্ব গুরু চরণ, সার্মাদ সুলতান খুসাত, লরেন মান। এটিই প্রথম পাকিস্তানি ছবি যা কেনস ফিল্ম ফেস্টিভ্যাল মনোনীত হয়েছিল। এটি ইউএন সার্টেন রিগার্ড বিভাগে জুরি পুরস্কার জেতে।
তবে পাকিস্তানে এই ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছবিটি বিষয়বস্তু নিয়ে আপত্তি জানানো হয়েছে সে দেশের সেন্সর বোর্ডের তরফে। একাধিক পাকিস্তানি ব্যক্তিত্ব মিলে আনুষ্ঠানিক ভাবে এই ছবিকে যে সেদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সে কথা ঘোষণা করে।
For all the latest entertainment News Click Here