পাকিস্তানে বসে পাক সরকারকে তোপ, কী বললেন সেদেশের নাগরিকরা? জানালেন জাভেদ আখতার..
২৬/১১-র মুম্বই হামলার সন্ত্রাসবাদীরা পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি পাকিস্তানে বসেই সেদেশের সরকারে সমালোচনা করেন গীতিকার জাভেদ আখতার। গীতিকার তথা কবির এমন কাণ্ডে সকলেই অবাক। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি জাভেদ আখতারের এমন পদক্ষেপের প্রশংসা করেন খোদ কঙ্গনা রানাওয়াত।
কিন্তু পাকিস্তানে সাহিত্য উৎসবের মঞ্চে জাভেদ আখতারের এমন মন্তব্য শুনে পাক নাগরিকদের ঠিক কী প্রতিক্রিয়া ছিল? এবার দেশে ফিরে সেকথা খোলসা করেছেন বর্ষীয়ান গীতিকার। দেশে ফিরে সাক্ষাৎকারে জাভেদ আখতার জানিয়েছেন, ‘আমার মন্তব্য পাকিস্তানে সমাদৃত হয়েছে। পাক নাগরিকরা হাততালি দিয়ে আমার কথায় সমর্থন করেছেন। পাকিস্তানে এমন বহু মানুষ আছেন, যাঁরা ভারতকে ভালোবাসেন, তাঁর চান ভারতের সঙ্গে সু-সম্পর্ক বজায় থাক। আমরা সবসময় একতরফা ভাবি, আসলে তা না। আমরা কীভাবেই বা সেই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করব, যাঁরা ভারতের সঙ্গে সংযোগ স্থাপন করতে চান।’
পাকিস্তানের ওই সভায় জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়েছিল, ভারত-পকিস্তানের মধ্যে এখন আলোচনা সম্ভব? আর এজন্য কোনও মধ্যস্থতাকারীর প্রয়োজন রয়েছে কি? উত্তরে জাভেদ আখতার সেখানে বলেন, ‘এসব তিনি বলতে পারবেন না। তাঁর হাতে এত ক্ষমতা নেই। যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা জানেন আসলে ঠিক কী ঘটছে। কীভাবে পরিস্থিতি সামলাতে হবে। যাঁরা দেশ চালান, তাঁদের কাছেই তথ্য থাকে। আমরা অল্পই জানতে পারি। পাকিস্তানের নাগরিকরা যেমন সেনাবাহিনীর সবটা জানতে পারেন না, তেমন আমরাও পারি না।’
প্রসঙ্গত, পাক কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মৃতিতে লাহোরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই তিনি মনে করিয়ে দেন এক দগদগে ইতিহাসের কথা, যে কথা ভারতীয়রা বহু বছর পরেও ভুলতে পারেননি। অনুষ্ঠানে এক ব্যক্তি জাভেদ আখতারকে বলেন, ‘আপনি দেশে গিয়ে পাকিস্তান সম্পর্কে কী বলবেন? বলবেন, পাকিস্তানের মানুষ শুধু আমাদের উপর বোমই ফেলে না, ওরা ফুল-মালা দিয়ে আমাদের অভ্যর্থনাও করেন।’ তাঁর কথার প্রসঙ্গ ধরেই জাভেদের আখতার তখন বলেন, ২৬/১১ হামলাকারীরা নরওয়ে বা মিশর নেই। ওরা এখনও আপনার দেশেই রয়েছেন, তাই কোনও ভারতীয় এই বিষয়ে অভিযোগ করলে আপনার ক্ষুব্ধ হওয়া উচিত নয়।’ এদিকে জাভেদ আখতারের এমন কথার প্রশংসা করে কঙ্গনা বলেন, জাভেদজি তো ওদের ঘরে ঢুকে মেরে এলেন।
For all the latest entertainment News Click Here