পাকিস্তানে দাঁড়িয়ে সে দেশকে ‘অপমান’, জাভেদের মন্তব্যে ফুঁসে উঠলেন আলি জাফর
কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মৃতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে সস্ত্রী পাকিস্তানে গিয়েছিলেন জাভেদ আখতার। লাহোরের সেই অনুষ্ঠানে বসেই ২৬/১১-র মুম্বই হামলা নিয়ে পাকিস্তান সরকারকে দু-চার কথা শুনিয়ে এসেছেন এই কবি, গীতিকার। জাভেদ আখতারের সেই বক্তব্য গত দু-দিন ধরে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানে বসেই পাকিস্তানের সমালোচনা করে এদেশে প্রশংসার পাত্র হয়েছেন জাভেদ, কিন্তু গীতিকারের উপর বেজায় চটেছেন পাকিস্তানি শিল্পীরা। গোটা বিষয় নিয়ে এবার মুখ খুললেন আলি জাফর।
অতিথি আপ্যায়নে খামতি রাখেননি আলি। জাভেদ আখতারকে স্বাগত জানাতে ‘এক লড়কি কো দেখা তো…’ গানও গেয়েছিলেন তিনি। জাভেদ আখতারের লেখা এই গানকে নিজের ‘প্রিয় লাভ সং’ বলেও উল্লেখ করেছিলেন আলি জাফর। জাভেদের মন্তব্য ভাইরাল হওয়ার পর পাক ফ্যানেরা কটাক্ষ করতে ছাড়েনি আলি জাফরকেও। সেই বিতর্কেরও জবাব দিলেন এই পাক অভিনেতা তথা গায়ক।
ইনস্টাগ্রামে আলি লেখেন, ‘বন্ধুরা, আমি তোমাদের সবাইকে ভালোবাসি এবং প্রকৃতঅর্থে তোমাদের প্রশংসা ও সমালোচনাকে সমানভাবে মূল্য দিই। তবে আমি সবসময় একটি জিনিস অনুরোধ করি – কোন সিদ্ধান্তে পৌঁছানোর আগে সত্যতা যাচাই করা উচিত। আমি ফয়েজ মেলায় উপস্থিত ছিলাম না, সোশ্যাল মিডিয়া থেকে পরের দিন জানতে পেরেছি সেখানে উনি কী বক্তব্য রেখেছিলেন।’
এরপর ক্যাটরিনার ‘মেরে ব্রাদার কি দুলহন’ কো-স্টার লেখেন, ‘আমি একজন গর্বিত পাকিস্তানি এবং স্বাভাবিকভাবেই পাকিস্তানি হিসাবে নিজের দেশ বা জনগণের বিরুদ্ধে কোনও বিস্ফোরক বক্তব্যকে প্রশংসা করবে না। আমরা সকলেই জানি যে পাকিস্তান সন্ত্রাসবাদের কারণে কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ভুগছে। তাই এই ধরনের সংবেদনশীল এবং অযাচিত মন্তব্য অনেক মানুষের অনুভূতিকে গভীরভাবে আঘাত করতে পারে।’
আরও পড়ুন-মিড ডে মিলের খাবারে পোকামাকড় নিয়ে তো মুখ খোলে না’,মিমিকে তুলোধনা পাপিয়ার
ফয়জ মেলা উপলক্ষ্যে আয়োজিত এক পার্টিতে জাভেদের উদ্দেশে গান গেয়েছিলেন আলি। সেই ভিডিয়ো শেয়ার করে অভিনেতা-গায়ক লিখেছিলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি শিল্প ও সঙ্গীত সীমানা অতিক্রম করে। ভালোবাসাই শান্তির একমাত্র পথ। জাভেদ আখতার সাহেব আপনার উপস্থিতি আমাদের জন্যে অনেক বড়ই বিষয়।’
আলি জাফরই শুধু নন, শান শাহিদ, সাবুর আলি-সহ পাকিস্তানের বহু তারকাই জাভেদ আখতারের মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেছেন। ঠিক কী বলেছিলেন জাভেদ আখতার? অনুষ্ঠানে এক ব্যক্তি জাভেদ আখতারকে বলেন, ‘আপনি দেশে গিয়ে পাকিস্তান সম্পর্কে কী বলবেন? বলবেন, পাকিস্তানের মানুষ শুধু আমাদের উপর বোমই ফেলে না, ওরা ফুল-মালা দিয়ে আমাদের অভ্যর্থনাও করেন।’ তাঁর কথার প্রসঙ্গ ধরেই জাভেদের আখতার বলেন, ‘২৬/১১ হামলাকারীরা নরওয়ে বা মিশর থেকে আসেনি। তারা এখনও এই দেশে (পাকিস্তানে) স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই নিয়ে যদি হিন্দুস্তানিদের মনে কোনও অভিযোগ থাকে, তাহলে আপনাদের খারাপ লাগা উচিত নয়।’
For all the latest entertainment News Click Here