‘পাকিস্তানে খেলতে না এলে না আসবে, জাহান্নমে যাক ভারত’, বিষ উগরে দিলেন মিয়াঁদাদ
এশিয়া কাপ ও বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে ভারত-পাকিস্তান দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে টানাপোড়েন চলছে, সে প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়ে দিয়ে রীতিমতো বিষ উগরে দিলেন জাভেদ মিয়াঁদাদ। ভারতের বিরুদ্ধে কটু কথা বলার সুযোগ পেলে কখনই পিছ পা হন না প্রাক্তন পাক তারকা, সেটা তিনি নিজের মুখেই স্বীকার কেন নেন। এবার পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় ফের ভারতের বিরুদ্ধে তোপ দাগলেন জাভেদ।
ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না বলেই এশিয়া কাপের আসর পাকিস্তান থেকে নিরপেক্ষ কেন্দ্রে সরিয়ে নিয়ে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পিসিবির তরফে পালটা হুমকি দেওয়া হয়েছে যে, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরলে বাবর আজমদের বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না।
এমন পরিস্থিতিতে মিয়াঁদাদ জানান যে, ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তবে তাদের কিচ্ছু যায় আসে না। তিনি বলেন, ‘ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তো না আসবে। ওরা জাহান্নমে যেতে পারে। তাতে আমাদের কিচ্ছু যায় আসে না।’
প্রাক্তন পাক তারকা পরক্ষণে বলেন, ‘আমি সর্বদা পাকিস্তানকে সমর্থন করেছি। যখনই কোনও সমস্যা তৈরি হয়েছে, আমি ভারতকে ছেড়ে কথা বলিনি। আমাদের উচিত নিজেদের দিকটায় নজর দেওয়া। আমাদের দিক থেকে যেটা ঠিক মনে হবে, সেটাইকেই গ্রহণ করা উচিত এবং সেটার জন্যই লড়াই করা দরকার।’
মিয়াঁদাদের দাবি, হেরে যাওয়ার ভয়েই নাকি ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে চায় না। তাই তারা নাকি চিরকাল পালিয়ে বাঁচে।
For all the latest Sports News Click Here