পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত, শেষ ম্যাচ জিতলেও বাড়ি ফিরতে হবে তাদের
ওয়েস্ট ইন্ডিজের কাছে গ্রুপ লিগের ম্যাচে হেরেই বিদায় ঘণ্টা বাজিয়ে ফেলে পাকিস্তান। তবে যদি ভারত তাদের শেষ ম্যাচ হেরে বসে, সেই আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন বিসমাহ মারুফরা। শেষমেশ পাকিস্তানের সেই আশা পূরণ হয়নি। ভারত নিজেদের শেষ লিগ ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর সঙ্গে সঙ্গেই চলতি মহিলা টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।
পরিবর্তিত পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের শেষ লিগ ম্যাচ জিতলেও বাড়ি ফিরতে হবে মারুফদের। কেননা বি-গ্রুপ (২ নম্বর গ্রুপ) থেকে ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ভারত।
তবে হ্যাঁ, কারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং সেমিফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে মাঠে নামবে, তা নিয়ন্ত্রণ করতে পারে পাকিস্তান। তারা যদি লিগের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তবে ভারতের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। যদি ব্রিটিশদের কাছে হেরে যায় পাকিস্তান, তবে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং ভারতকে সেমিফাইনাল খেলতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
বি-গ্রুপের সংক্ষিপ্ত পয়েন্ট টেবিল:-
১. ইংল্যান্ড: ৩ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট +১.৭৭৬)
২. ভারত: ৪ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট +১.৭১৯)
৩. ওয়েস্ট ইন্ডিজ: ৪ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট -০.৬০১)
৪. পাকিস্তান: ৩ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট +০.৯৮১)
৫. আয়ারল্যান্ড: ৪ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -৩.৩৫০)
For all the latest Sports News Click Here