পাওয়ার প্লে-র পর ব্যাটিংয়ে ধস নামে,CSK-কে বড় রানের লক্ষ্য দিতে পারিনি- ক্ষুব্ধ MI কোচ
মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মার্ক বাউচার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের সাত উইকেটের হারের জন্য পাওয়ারপ্লে-র পর তাদের ব্যাটিংয়ে যে ভাবে ধস নামে, সেটাকেই দায়ী করেছেন।
বাইচার বলেছেন, ‘পাওয়ারপ্লে-তে আমরা ভালো শুরু করেছি। তার পরে আমাদের ব্যাটিংয়ে ধস নামে। আমি মনে করি, ২টি দুর্ভাগ্যজনক আউট হই। কিছু ভালো ক্যাচ নেয় ওরা। এবং আমরা সত্যিই কোনও জুটি গড়ে তুলতে পারিনি, যার জন্য সম্ভবত আমাদের প্রায় ৩০-৪০ রান কম হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘এটি প্রথম ম্যাচের মতোই ছিল, ইনিংসের তফাৎ ছিল মাত্র। আমি ভেবেছিলাম বল হাতে শেষ পর্যন্ত আমরা ভালো লড়াই করব। তবে এটাও ঠিক, সিএসকে-কে চাপ দেওয়ার জন্য স্কোরবোর্ডে আমাদের যথেষ্ট রান ছিল না।’
এ দিকে ফেব্রুয়ারি থেকে সূর্যকুমার যাদব একেবারে ছন্দে নেই। বিভিন্ন ফরম্যাট মিলিয়ে তাঁর সংগ্রহ যথাক্রমে ২৪, ৮, ০, ০, ০, ১৫ এবং ১১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ডাক করে তীব্র সমালোচিত হন। আইপিএলেও তাঁর ফর্মের কোনও উন্নতি হয়নি। তবে মার্ক বাউচার আশাবাদী যে সূর্য শীঘ্রই নিজের ফর্ম ফিরে পাবে। এবং তাঁরা সূর্যের উপর অপ্রয়োজনীয় চাপ দিতে চায় না।
বাউচার বলেছেন, ‘সূর্য একজন অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার এবং বিশ্বের সেরা টি- টোয়েন্টি খেলোয়াড়দের একজন। সম্প্রতি ওর ঝুলিতে খুব বেশি রান নেই। তবে এটা অস্বীকার করার জায়গা নেই যে সূর্য একজন দুরন্ত ক্রিকেটার। আশা করব, ভবিষ্যতে আমাদের হয়ে খুব শীঘ্রই বড় রান করবে সূর্য। আমি সূর্যর উপরে বাড়তি কোন চাপ তৈরি করতে চাই না।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই জানি, সূর্য কী করার ক্ষমতা রাখে। তবে এটাই হল ক্রিকেট খেলা। কখনও আপনি ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন, আবার কখনও খারাপ সময়ের মধ্যে দিয়ে। অনেক সময় এমন হয়, যখন আপনাকে ফর্ম নিয়ে চিন্তায় পড়তে হয়। ব্যাটে রানের খরা চলতে থাকে। আমরা সূর্যকে পূর্ণ সমর্থন করব।’
For all the latest Sports News Click Here