পাঁচ নেতার নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল
এক বা দুই নয়, এবারের আসন্ন আইএসএল-এ মোট পাঁচ নেতার নাম ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল। মাল্টিপল ক্যাপ্টেন্স বাছাইয়ে এটিকে মোহনবাগানের পথেই হাঁটল ইস্টবেঙ্গল। আইএসএল-এ খেলতে নামার আগেই দলের অধিনায়কদের বেছে নিলেন ইস্টবেঙ্গলের কর্তারা। বৃহস্পতিবার বড় ঘোষণা করল ইস্টবেঙ্গল। পাঁচ নেতার নাম ঘোষমা করা হয়। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলা হয়েছে গোলকিপার কমলজিৎ সিং,ডিফেন্ডার ইভান গঞ্জালেজ,মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী,সুমিত পাসসি এবং ফরোয়ার্ড ক্লেইটন সিলভারা আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের জায়িত্ব পালন করবেন। লাল হলুদ শিবিরের নেতৃত্ব সামলাবেন পাঁচ ক্যাপ্টেন।
এর কয়েক সপ্তাহ আগে এটিকে মোহনবাগানের তরফে চার ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়েছিল। সবুজ মেরুন শিবির তাদের চার ক্যাপ্টেনকে বেছে নিয়েছিল। সবুজ মেরুন শিবিরকে নেতৃত্ব দিচ্ছেন এবার বঙ্গসন্তান শুভাশিস বোস,প্রীতম কোটাল এবং দুই বিদেশি জনি কাউকো এবং ফ্লোরেন্তিন পোগবা। এই কারণেই বিশেষজ্ঞরা এটিকে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের তুলনা টানছেন। অনেকেই বলছেন অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে এটিকে মোহনবাগানের পথেই এগিয়েছে ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গল পাঁচ অধিনায়কের কথা সরকারিভাবে নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন… কিশোর কুমারের বাংলোতে রেস্তোরাঁ খুললেন বিরাট কোহলি, দেখুন তার প্রথম ঝলক
শুক্রবারই আইএসএল-এর উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। বুধবার লাল-হলুদ ফুটবলাররা উড়ে গিয়েছেন কোচিতে। কোচিতে যাওয়ার ৪৮ ঘন্টা আগে দলের ২৭ জনের আইএসএল স্কোয়াড সরকারিভাবে ঘোষণা করে দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল।
দেখে নিন ইস্টবেঙ্গল স্কোয়াড:
গোলকিপার:পবন কুমার,কমলজিৎ সিং এবং নবীন কুমার
ডিফেন্ডার:মহম্মদ রাকিপ,ইভান গঞ্জালেজ,সার্থক গোলুই,অঙ্কিত মুখোপাধ্যায়,লালচুংনুঙ্গা,কিরিয়াকৌ,জেরি লালরিনজুয়ালা,নবি হুসেন খান এবং প্রীতম সিং
মিডফিল্ডার:অমরজিৎ সিং কিয়াম,ওয়াহেংবাম,অ্যালেক্স লিমা,শৌভিক চক্রবর্তী,তুহিন দাস,জর্ডন ও’ডোহার্টি,নাওরেম,মোবাশির রহমান,অনিকেত যাদব,সুমিত পাসি এবং হিমাংশু জাংড়া
ফরোয়ার্ড:এলিয়ান্দ্রো,ক্লেইটন সিলভা,সেম্বোই হাওকিপ এবং ভিপি সুহের
আরও পড়ুন… Women’s Asia Cup: বড় অঘটন! ভারতের বিরুদ্ধে নামার আগে থাইল্যান্ডের কাছে পাকিস্তানের ঐতিহাসিক হার
দেখে নিন ইস্টবেঙ্গলের পাঁচ নেতার নাম। এই তালিকায় জায়গা পেয়েছেন দুই বিদেশি এবং তিন দেশি তারকা।
ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলা হয়েছে গোলকিপার কমলজিৎ সিং,ডিফেন্ডার ইভান গঞ্জালেজ,মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী,সুমিত পাসসি এবং ফরোয়ার্ড ক্লেইটন সিলভারা আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের জায়িত্ব পালন করবেন। প্রতিটি পজিশন থেকে লাল-হলুদ শিবিরের নেতা বেছে নেওয়া হয়েছে।
For all the latest Sports News Click Here