পাঁচ ছক্কায় ম্যাচ জেতানো থেকে ইডেনে ১১০ মিটারের দানবীয় ছয়- রিঙ্কুর সেরা ৫ কীর্তি
ব্যাট হাতে রানের ফুলঝুরি ফুটিয়েছেন ফ্যাফ ডু’প্লেসি, বিরাট কোহলি, শুভমন গিলরা। ঝোড়ো ব্যাটিংয়ে নজর কেড়েছেন যশস্বী জসওয়াল। তবে এঁদের মাঝেও চলতি আইপিএলে আলাদা করে স্পটলাইট কেড়ে নিয়েছেন রিঙ্কু সিং। বরং বলা ভালো যে, আইপিএল ২০২৩-তে নিজের পারফর্ম্যান্স দিয়ে সকলকে মন্ত্রমুগ্ধ করেছেন কেকেআরের রিঙ্কু। দেখে নেওয়া যাক তাঁর সেরা পাঁচটি কীর্তি।
ব্যাট হাতে কেকেআরের সেরা: রিঙ্কু সিং এবারের আইপিএলে ১৪টি ম্যাচে ব্যাট করে ৫৯.২৫ গড়ে ৪৭৪ রান সংগ্রহ করেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সব থেকে বেশি রান সংগ্রহ করেন তিনিই। রিঙ্কুর ব্যাটিং গড় কেকেআরের বাকি সবার থেকে অনেক বেশি। তাঁর স্ট্রাইক-রেট ছিল ১৪৯.৫২। দলের হয়ে সব থেকে বেশি ৪টি ম্যাচে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান রিঙ্কু। তিনি চার মারেন ৩১টি এবং ছক্কা হাঁকান দলের হয়ে সর্বোচ্চ ২৯টি।
৫ বলে ৫ ছক্কা মেরে ম্যাচ জোতানো: ৯ এপ্রিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কার্যত অসাধ্যসাধন করেন রিঙ্কু সিং। গুজরাট টাইটানসের বিরুদ্ধে তিনি এমন এক কৃতিত্ব অর্জন করেন, আইপিএলের মতো টুর্নামেন্টে যার পুনরাবৃত্তি ঘটা মুশকিল। জয়ের জন্য শেষ ওভারে কলকাতার দরকার ছিল ২৯ রান। শেষ ওভারে যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। ওভারের শেষ ৫টি বলে টানা ৫টি ছক্কা হাঁকিয়ে নাইট রাইডার্সকে ম্যাচ জেতান রিঙ্কু সিং।
শেষ বলে চার মেরে ম্যাচ জেতানো: ৮ মে ইডেনে গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে ৬ রান দরকার ছিল কলকাতার। যদিও ইডেনের পিচে রান তোলা সহজ ছিল না মোটেও। আন্দ্রে রাসেলের মতো ব্যাটসম্যান নিজের উপর ভরসা করতে পারেননি। আর্শদীপের ওভারের পঞ্চম বলে রিঙ্কুকে স্ট্রাইক দিতে নিজে রান-আউট হন রাসেল। শেষ বলে চার মেরে রিঙ্কু সিং ম্যাচ জেতান কলকাতাকে।
আরও পড়ুন:- IPL 2023: রিঙ্কু সিংকে বিরাট সার্টিফিকেট অজি প্রাক্তনীর, তুলনা করলেন দুই কিংবদন্তির সঙ্গে
১১০ মিটারের ছক্কা: ২০ মে ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের শেষ লিগ ম্যাচে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য শেষ ২ ওভারে ৪১ রান দরকার ছিল কলকাতার। রিঙ্কু ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে কেকেআরকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন প্রায়। কলকাতা শেষমেশ ১ রানে ম্যাচ হারে। নিজেদের ইনিংসের ১৮.৫ ওভারে নবীন উল হকের বলে ১১০ মিটারের বিশাল একটি ছক্কা হাঁকান রিঙ্কু, যা লিগ পর্যায়ে টুর্নামেন্টের দীর্ঘতম ছক্কার তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নেয়।
আরও পড়ুন:- ২০০-র ছড়াছড়ি, ইতিমধ্যেই রেকর্ড গড়েছে IPL 2023, ইমপ্যাক্ট প্লেয়ায়ের নিয়মেই কি এই রানের বন্যা?
৫ নম্বর বা তারও পরে ব্যাট করতে নেমে ৪০০-র বেশি রান: আইপিএলের একটি মরশুমে পাঁচ নম্বর বা তারও নীচে ব্যাট করতে নেমে ৪০০-র বেশি রান সংগ্রহ করা পঞ্চম ক্রিকেটারে পরিণত হন রিঙ্কু সিং। তিনি এই তালিকায় যোগ দেন কায়রন পোলার্ড (২০১৩), দীনেশ কার্তিক (২০১৮), আন্দ্রে রাসেল (২০১৯) ও ডেভিড মিলারের (২০২২) সঙ্গে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here