পল্লবীর মৃত্যুর পর ‘মন মানে না’ সিরিয়ালে গৌরী হবে কে? কী জানাল কালার্স চ্যানেল?
টিভি অভিনেত্রী পল্লবী দে-র রহস্য মৃত্যু হয়েছে রবিবার। নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। মারা যাওয়ার সময়তে তিনি কাজ করছিলেন কালার্স বাংলার ‘মন মানে না’ ধারাবাহিকে। অনেকের মনেই প্রশ্ন, পল্লবী না থাকায় কী বদল আসবে এই ধারাবাহিকে। কাকে দেখা যাবে পল্লবীর জায়গায়?
ধারাবাহিকে গৌরীর ভূমিকায় অভিনয় করতেন তিনি। তবে পল্লবী চলে যাওয়ার পর সেই জায়গায় আর নতুন কোনও মুখ আনবে না চ্যানেল। বরং, তার চরিত্রটির আকষ্মিক মৃত্যু দেখানো হবে। চ্যানেল সূত্রে খবর, যেভাবে ‘মন মানে না’ শেষ হওয়ার কথা ছিল তা হবে না। রুদ্র আর গৌরীর গল্পও স্ক্রিপ্ট হিসেবে শেষ করা সম্ভব হবে না। জুন মাসের প্রথম সপ্তাহেই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। তারপর সেই জায়গায় শুরু হবে ‘তুমিই যে আমার মা’ ৬ জুন থেকে।
পল্লবীর মৃত্যুতে কালার্স-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শোকপ্রকাশ করা হয়েছিল। অভিনেত্রীর একটা ছবি দিয়ে লেখা হয়েছিল, ‘আমরা পল্লবীর আত্মার শান্তি কামনা করি… প্রার্থনা করি ও যেখানেই থাকুক ভালো থাকুক! ওর পরিবার এবং প্রিয়জনদের জন্য রইল আমাদের গভীর সমবেদনা।’
এদিকে মঙ্গলবার গড়ফা থানার পুলিশ গ্রেফতার করে অভিনেত্রীর লিভ-ইন পার্টনার সাগ্নিককে। খুন, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সাগ্নিকের পাশাপাশি কাঠগড়ায় পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ও। আজ সাগ্নিককে তোলা হয়েছিল আদালতে এবং ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত।
For all the latest entertainment News Click Here