পল্লবীর ভুয়ো ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, ‘নিম ফুলের মধু’র পর্ণা কী বললেন
সম্প্রতি ‘নিম ফুলের মধু’ খ্যাত অভিনেত্রী পল্লবী শর্মার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী মাটিতে শুয়ে আছেন। ফুল কস্টিউম, মেকআপেই তিনি মেঝেতে এক হাতের উপর শুয়ে আছেন। যা গরম পড়েছে তাতে এটা অস্বাভাবিক কিছু নয়। এক একদিনে ১২-১৪ ঘণ্টা করে শুটিং, ওই অতিরিক্ত তাপ যুক্ত আলোয় শট দেওয়া মুখের কথা নয়! এমন অবস্থায় ক্লান্তি আসতেই পারে। ফলে অভিনেত্রীর এমন ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই একটাই মন্তব্য করেছেন ‘শেষে মাটিতেই ঘুমোতে হচ্ছে?’
কী হয়েছিল ব্যাপারটা? কিছুদিন আগেই পল্লবী শর্মার নামের একটি ফেক অ্যাকাউন্টে অভিনেত্রীর দুটো ছবি পোস্ট করা হয়। সেখানে তাঁকে হলুদ রঙের শাড়ি এবং লাল ব্লাউজ পরে মাটিতে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘এই গরমে মাটিতে শোয়ার মজাই আলাদা।’
এই ছবি প্রকাশ্যে আসার পর অনেকেই যেমন মজা করেছেন, অনেকেরই আবার তেমন খটকা লেগেছে। কারণ প্রতিটি শুটিং সেটে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের জন্য আলাদা আলাদা মেকআপ রুম থেকে, সেখানে এসিও থাকে। ফলে তাঁকে তার মধ্যেও কেন মেঝেতে শুতে হচ্ছে সেটা ভেবে অনেকেই অবাক হয়ে গিয়েছেন।
এই বিষয়ে পল্লবী নিজেই আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, ‘ আমার তো কোনও ফেসবুক প্রোফাইল নেই। আমি এসব কিছুই পোস্ট করিনি। সবটাই মিথ্যে। ভুয়ো। তাছাড়া গোটা বিষয়টাই ভীষণ বিরক্তিকর।’
তবে পল্লবী যে একই এই জিনিসের শিকার সেটা কিন্তু নয়। এর আগেও মিঠাই সিরিয়ালের নীপার সঙ্গে এক ঘটনা ঘটেছিল। ঐন্দ্রিলা সাহা তখন ফেসবুক পোস্টে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তাঁর নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল বহু ফেক প্রোফাইল।
প্রসঙ্গত টিআরপি তালিকায় এখন ‘নিম ফুলের মধু’ বেশ ভালো জায়গায় আছে। পর্ণা আর সৃজনের জুটি দর্শকরা বেশ পছন্দ করেছেন। এখানে প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন পল্লবী শর্মা এবং রুবেল দাস।
For all the latest entertainment News Click Here