পলকের জ্যাকেট হাতে ইব্রাহিম, চুটিয়ে প্রেম! এই সম্পর্কে সম্মতি আছে বাবা-মায়ের?
বহুদিন ধরেই চর্চায় রয়েছেন সইফ-অমৃতা পুত্র ইব্রাহিম আলি খান এবং শ্বেতা তিওয়ারি কন্যা পলক। জোর গুঞ্জন চুটিয়ে প্রেম করছেন ইব্রাহিম ও পলক। একসঙ্গে রেস্তোরাঁয় খেতে যাওয়া থেকে সিনেমা দেখতে যাওয়া, মাঝে মধ্যেই পাপারাৎজির ক্যামেরার সামনে এসে পড়ছেন তাঁরা। ক্যামেরা দেখলেই মুখ লুকোচ্ছেন সইফ-অমৃতা পুত্র ও শ্বেতা তিওয়ারি কন্যা। ইব্রাহিম ও পলকের প্রেম এখন বি-টাউনে ওপেন সিক্রেট। কিন্তু কী বলছে তাঁদের পরিবার।
শোনা যাচ্ছে, পলকের সঙ্গে ছেলে ইব্রাহিমের প্রেম নিয়ে বিশেষ আপত্তি নেই মা অমৃতা সিংয়ের। আর সইফ আলি খান তো ‘কুল ড্যাড’। সইফ স্বাধীনচেতা, ছেলেমেয়ের স্বাধীনতা, ইচ্ছা, ভালোলাগায় কোনওদিনই বাধা হয়ে দাঁড়াননি। অর্থাৎ ছেলের পরিবার থেকে কোনও আপত্তি নেই। কিন্তু শ্বেতা? মেয়ে পলকের নবাব পুত্রের সঙ্গে প্রেম নিয়ে কী মত?
শ্বেতা অবশ্য পলকের বিষয়ে গোড়া থেকেই বেশ কড়া। মেয়ের পড়াশোনা, কেরিয়ার থেকে সব বিষয়ই বেশ কড়া হাতেই সামলেছেন শ্বেতা। তবে পলক এখন বড় হয়েছে। পলক প্রাপ্তবয়স্ক (বয়স ২২), সিনেমায় কাজ করাও শুরু করেছেন। তাই মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের শাসনের বাঁধন কিছুটা আলগা হয়েছে। তাই আপাতত যে যাই বলুক চুটিয়ে প্রেম করছেন ইব্রাহিম ও পলক। রবিবারও সম্প্রতি মুক্তি পাওয়া একটি হলিউডের ছবি দেখতে সিনেমা হলে গিয়েছিলেন ইব্রাহিম ও পলক। পাপারাৎজির নজর এড়ায়নি। ক্যামেরা দেখতেই একটু লজ্জা পেলেন ইব্রাহিম, হেসে ভিতরে ঢুকে গেলেন। পাপারাৎজি যখন তাঁকে জিগ্গেস করেন ‘বন্ধুর সঙ্গে এসেছেন?’ তখন লজ্জা পেয়ে ইব্রাহিম বলেন, ‘অউর কিতনা! আপনারা কি আমার সঙ্গেই ঘুরবেন!’ এদিকে সিনেমা হল থেকে বের হওয়ার সময়ও ইব্রাহিম-পলক আলাদা আলাদা বের হলেও পলকের জ্যাকেট ইব্রাহিমের হাতে দেখা গেল।
আরও পড়ুন-‘মা সেলাই করতেন, যোধপুর পার্কে এক কামরার বাড়িতে শৈশব কেটেছে’, অকপট রূপা গঙ্গোপাধ্যায়
এদিকে সম্প্রতি সারা আলিয়া খান ভাই ইব্রাহিমকে নিয়ে ছুটি কাটাতে গোয়া গিয়েছিলেন। সেখানেও তাঁদের সঙ্গে যান পলক। বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন তাঁরা। এদিকে সারাকে ভাইয়ের প্রেম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইব্রাহিম ও পলক শুধুই ভালো বন্ধু।
সম্প্রতি পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুর মিউজিক ভিডিয়ো ‘বিজলি বিজলি’ তে দেখা গিয়েছে শ্বেতা তিওয়ারিকে। সলমন খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির হাত ধরে বড়পর্দাতেও ডেবিউ করে ফেলেছেন পলক। খুব শীঘ্রই সঞ্জয় দত্তর বিপরীতে ‘ভার্জিন ট্রি’ ছবিতেও দেখা যাবে পলককে। অন্যদিকে সইফ পুত্র ইব্রহিমও খুব শীঘ্রই ডেবিউ করতে চলেছেন বলে খবর।
For all the latest entertainment News Click Here