পর পর ৩ অভিনেত্রী আত্মঘাতী, ‘মা, বাবার কথা চিন্তা করা উচিত’, মুখ খুললেন লিলি
ইন্ডাস্ট্রিতে একের পর এক মৃত্যুর খবর। কখনও মানসিক অবসাদ, অনিশ্চয়তা, একাধিক কারণ উঠে আসছে এসবের নেপথ্যে। প্রথমে পল্লবী দে, এরপর বিদিশা দে মজুমদারের খবর, ঠিক দু-দিনের মাথায় আত্মহননের পথ বেছে নিয়েছেন মঞ্জুষা নিয়োগী। একই ঘটনার পুনঃরাবৃত্তি, এবার মুখ খুললেন বাংলা ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লিলি চক্রবর্তীর কথায়, আগের ইন্ডাস্ট্রির লোকজন কাজটাকে ভালোবেসে করতেন। সেই সময় প্রতিভার জোরেই এগিয়ে গিয়েছেন অনেকে। এখন সময় পালটেছে। মন দিয়ে কাজ করার থেকে অন্যদিকে বেশি মন মানুষের। প্রবীণ অভিনেত্রীর কথায়, ‘আমি তো শুনলাম, বিদিশা (দে মজুমদার) বলে মেয়েটি অনেকগুলো অডিশন দিয়েছিল। কিন্তু, সুযোগ পায়নি। অনেকসময় তো প্রতিভারও অভাব থাকে। সেটাও তো হতে পারে।’ আরও পড়ুন: আত্মঘাতী জনপ্রিয় বাঙালি সংগীত শিল্পী আতিফ নিলয়! কোন অভিমানে নিলেন চরম সিদ্ধান্ত?
তাঁর সাফ মন্তব্য, ‘কাজ পাচ্ছে না বলে মৃত্যুর পথ বাছা তো ঠিক নয়। একটা কাজ না পেলে আবার চেষ্টা করা উচিত। কিংবা অন্য কোনও পেশা বেছে নেওয়া উচিত। তা না করে সুইসাইড কেন?’
মঞ্জুষা নিয়োগীর প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, বান্ধবী বিদিশার চলে যাওয়া শুনে সেও বিষয়টা মেনে নিতে পারেনি। তাই আত্মঘাতী হয়েছে বলে খবর। এগুলি একদমই ঠিক নয় বলে মনে করেন তিনি। তাঁর কথায়, মা, বাবার কথা চিন্তা করা উচিত। পরিবারের অন্যদের কথাও চিন্তা করা উচিত, ‘নিজের একটু অসুবিধা হচ্ছে বলেই মরে যাব? এগুলো আমি ঠিক মেনে নিতে পারি না।’
পল্লবীর দে-এর প্রসঙ্গে প্রবীণ অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে এসে ভালো অভিনয় করছে, দেখতে শুনতে ভালো, কেরিয়ারের দিকে মন দেওয়াটা উচিত! সেটা না করে অন্য পথ নেয় অনেকেই। এসব একেবারেই মানতে নারাজ তিনি। লিলি চক্রবর্তীর মন্তব্য, ‘আমার মতে, কাজের দিকে মন দেওয়া উচিত ছিল। তবে প্রেমিকের জন্য কেউ যদি আত্মহত্যা করে সেটা একেবারেই ঠিক নয়।’
প্রবীণ অভিনেত্রীর মন্তব্য, ভালো ভালো অভিনেত্রীরা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ভালো-মন্দ নিয়ে এই ইন্ডাস্ট্রি। এগুলিকে মেনে নিয়ে চলতে পারলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায়।
For all the latest entertainment News Click Here