পর্যাপ্ত টাকা রয়েছে, নিলামে স্টোকস-কারানের মতো বড় নামের পিছনে দৌড়তে পারে LSG
নিলামের আগে লখনউ সুপার জায়ান্টসের হাতে পর্যাপ্ত অর্থ রয়েছে। স্কোয়াড সম্পূর্ণ করার জন্য বড় সংখ্যায় ক্রিকেটার কিনতে হবে তাদের। স্বাভাবিকভাবেই নিলামে আগাগোড়া ছড়ি ঘোরাতে পারে সুপার জায়ান্টস। বিশেষ করে বহু ক্রিকেটারের জন্য দর হাঁকতে দেখা যাবে লখনউকে।
তবে প্রয়োজনের খাতিরে সুপার জায়ান্টস বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও ব্যাকআপ পেসারের দিকে তাকিয়ে থাকবে নিলামে। কেননা লখনউয়ের স্কোয়াডে ভারতীয় ও বিদেশি অল-রাউন্ডার রয়েছেন বেশ কয়েকজন।
লোকেশ রাহুল ও কুইন্টন ডি’কক থাকতে ওপেনে জায়গা নেই। মিডল অর্ডারে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে রিলি রসউ এমনকি ক্যামেরন গ্রিনকে ব্যবহার করার কথাও ভাবতে পারে লখনউ।
চোটপ্রবণ মার্ক উডের ব্যাকআপ হিসেবে নিশ্চিতভাবেই কাউকে দলে নিতে চাইবে লখনউ। স্যাম কারানের জন্য তারা দুহাত ভরে টাকা অফার করতে পারে। যদিও কারানকে দলে নিলে তিনি প্রথম একাদশে অটোমেটিক চয়েজ হয়ে উঠবেন। দলে স্টইনিসের মতো অল-রাউন্ডার থাকলেও বেন স্টোকসের জন্য যে লখনউ দর হাঁকবে, সেটা একপ্রকার নিশ্চিত।
আরও পড়ুনছ- IPL 2023 Auction: হাতে নিতান্ত কম টাকা, নিলামে RCB-র নজর থাকবে অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যানদের দিকে
কত টাকা হাতে রয়েছে লখনউয়ের: নিলামের আগে লখনউ সুপার জায়ান্টসের হাতে রয়েছে ২৩ কোটি ৩৫ লক্ষ টাকা। কেবল সানরাইজার্স হায়দরাবাদ (৪২ কোটি ২৫ লক্ষ) ও পঞ্জাব কিংস (৩২ কোটি ২০ লক্ষ) লখনউয়ের থেকে বেশি টাকা নিয়ে নিলামের টেবিলে বসবে।
কতজন খেলোয়াড় দলে নিতে পারবে সুপার জায়ান্টস: লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াডে রয়েছেন ১৫ জন ক্রিকেটার। সুতরাং, তারা যদি ২৫ জনের স্কোয়াড পূর্ণ করতে চায়, তবে সর্বোচ্চ ১০ জন ক্রিকেটারকে নিলাম থেকে দলে নিতে পারবে।
আরও পড়ুন:- IPL 2023 Auction: সব থেকে বেশি টাকা হাতে নিয়ে নিলামে ক্যাপ্টেনের খোঁজে নামবে SRH
কতজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে লখনউ: পুরনো স্কোয়াডের ৪ জন বিদেশি ক্রিকেটারকে (কুইন্টন ডি’কক, মার্কাস স্টইনিস, কাইল মায়ের্স ও মার্ক উড) ধরে রেখেছে লখনউ। সুতরাং, তারা নিলাম থেকে সব থেকে বেশি ৪ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে।
লখনউ সুপার জায়ান্টস কাদের ধরে রাখে: নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস ধরে রাখে লোকেশ রাহুল, আয়ুষ বাদোনি, করণ শর্মা, মনন ভোরা, কুইন্টন ডি’কক, মার্কাস স্টইনিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, কাইল মায়ের্স, ক্রুণাল পান্ডিয়া, আবেশ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব ও রবি বিষ্ণোইকে।
লখনউ সুপার জায়ান্টস কাদের ছেড়ে দেয়: নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেয় অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, দুষ্মন্ত চামিরা, এভিন লুইস, জেসন হোল্ডার, মণীশ পান্ডে ও শাহবাজ নদিমকে।
For all the latest Sports News Click Here