পর্ন অ্যাপ কেস থেকে এ বার মুক্তি দেওয়া হোক! ফের আদালতের দ্বারস্থ রাজ কুন্দ্রা
পর্ন তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার মামলা থেকে মুক্তি দেওয়া হোক। এই মর্মে ম্যাজিস্ট্রেট কোর্টে একটি আবেদন জমা দিয়েছেন রাজ কুন্দ্রা।
২০ জুলাই রাজের আইনজীবী প্রশান্ত পাটিল আদালতে এই আবেদনটি জমা করেছিলেন। গত বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে।
সেই আবেদনে বলা হয়েছে, রাজের বিরুদ্ধে যে অন্যায়ের অভিযোগ, তার মাধ্যমে তিনি আর্থিক বা অন্য কোনও সুবিধা নেননি। পুলিশও তেমন কোনও প্রমাণ পায়নি। রাজের যে অপরাধ করার অভিপ্রায় ছিল, প্রসিকিউশনের পক্ষ থেকেও এমন কোনও অভিযোগ আনা
হয়নি।
(আরও পড়ুন: শিল্পার জন্মদিনে টুইটারে প্রত্যাবর্তন! স্ত্রীর উদ্দেশে কী লিখলেন রাজ)
গত বছর জুলাই মাসে এক মহিলার অভিযোগের উপর ভিত্তি করে রাজ এবং সঙ্গীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এর পরেই গ্রেফতার হন শিল্প শেট্টির স্বামী। একাধিক ধারায় মামলা রুজু হয় রাজের বিরুদ্ধে। অভিযোগ ছিল, পর্ন তৈরি করে তা হটশটস এবং বলিফেম নামে অ্যাপগুলির সাহায্যে ছড়িয়ে দিতেন রাজ। জানা গিয়েছিল, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ নিষিদ্ধ হওয়ার পরেই নাকি তৈরি হয়েছিল বলিফেম। তিনি গ্রেফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন শার্লিন চোপড়া, পুনম পাণ্ডের মতো অভিনেত্রীরা। জামিন পেয়েও নিজেকে অন্তরালেই রেখেছিলেন শিল্পার স্বামী। নেটমাধ্যম ব্যবহার করতেন না। এখনও রাস্তায় বেরলে মাস্কের সাহায্যে মুখ সম্পূর্ণ ভাবে ঢেকে নেন রাজ।
(আরও পড়ুন: ‘ইডি কী প্রমাণ করতে চাইছে, বুঝতে পারছি না’, কেন বললেন রাজ কুন্দ্রার আইনজীবী)
জামিন পাওয়ার একটি বিবৃতি জারি করেছিলেন রাজ। তাঁর দাবি, তিনি কোনও পর্ন ছবি তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। তাই লজ্জায় মুখ ঢাকতে রাজি নন তিনি।
For all the latest entertainment News Click Here