পর্দা দিয়ে ঢাকা হল কেল্লার পাঁচিল! রইল ‘ভিক্যাট’এর বিয়ের নিরাপত্তার হাল হকিকত
গত মাস দুয়েক ধরে ‘ভিক্যাট’ এর বিয়ে নিয়ে চর্চা পৌঁছেছে উন্মাদনায়। এদিন অর্থাৎ ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কইফ। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। রাজস্থানের ৭০০ বছর পুরোনো রাজকীয় দুর্গ সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা-তেই হচ্ছে বিয়ে। আপাতত এই নিয়ে তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়।
রাজস্থানের ৭০০ বছর পুরোনো দুর্গে বসেছে ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের আসর। একে-একে গত দু’দিন ধরে সেখানে হাজির হয়েছেন অতিথিরা। পরিবারকে সাথে নিয়ে আপাতত সেখানে পৌঁছে গিয়েছে বর-কনেও। মঙ্গলবার হয়ে গিয়েছে সঙ্গীত। বুধবার হল হলদি আর মেহেন্দি। কেল্লার ভিতরে যখন বিয়ের আসরে শেষবেলার প্রস্তুতি চলছে তখন বাইরে কড়া নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে তা দেখে নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। যদিও বিয়ের ছবি বাইরে যাতে ফাঁস না হয় তাই আগে থেকেই কড়া ব্যবস্থা নিয়েছেন ক্যাটরিনা-ভিকি। থাকছে বাউন্সার। বর-কনের জন্য ফোর্টের প্রধান ফটকের সামনে কালো পোশাক পরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিগত দেহরক্ষী থেকে শুরু করে রয়েছে পুলিশবাহিনী। সেইসব পুলিশদের নির্দেশ দেওয়ার জন্য রয়েছেন দু’জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকও। ঘিরে দেওয়া হয়েছে ব্যারিকেডও।
গত মাস দুয়েক ধরে ‘ভিক্যাট’ এর বিয়ে নিয়ে চর্চা পৌঁছেছে উন্মাদনায়। এদিন অর্থাৎ ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কইফ। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। রাজস্থানের ৭০০ বছর পুরোনো রাজকীয় দুর্গ সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা-তেই হচ্ছে বিয়ে। আপাতত এই নিয়ে তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়।
রাজস্থানের ৭০০ বছর পুরোনো দুর্গে বসেছে ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের আসর। একে-একে গত দু’দিন ধরে সেখানে হাজির হয়েছেন অতিথিরা। পরিবারকে সাথে নিয়ে আপাতত সেখানে পৌঁছে গিয়েছে বর-কনেও। মঙ্গলবার হয়ে গিয়েছে সঙ্গীত। বুধবার হল হলদি আর মেহেন্দি। কেল্লার ভিতরে যখন বিয়ের আসরে শেষবেলার প্রস্তুতি চলছে তখন বাইরে কড়া নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে তা দেখে নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। যদিও বিয়ের ছবি বাইরে যাতে ফাঁস না হয় তাই আগে থেকেই কড়া ব্যবস্থা নিয়েছেন ক্যাটরিনা-ভিকি। থাকছে বাউন্সার। বর-কনের জন্য ফোর্টের প্রধান ফটকের সামনে কালো পোশাক পরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিগত দেহরক্ষী থেকে শুরু করে রয়েছে পুলিশবাহিনী। সেইসব পুলিশদের নির্দেশ দেওয়ার জন্য রয়েছেন দু’জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকও। ঘিরে দেওয়া হয়েছে ব্যারিকেডও।
|#+|
শুধু তাই নয়, বিয়ের একটি ছবিও যেন পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি না হয় তাই বিয়ের মন্ডপের পিছনে পুরো অংশটুকুই অর্থাৎ কেল্লার পাঁচিল মোটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আর কিছুক্ষণের মশ্যেই ছাদনাতলায় এসে বসবেন ভিকি এবং ক্যাটরিনা।অতিথিদের কারওর বিয়ের জায়গায় ফোন ব্যবহার করার অনুমতি নেই। শোনা যাচ্ছে মোটা অঙ্কে অ্যামাজন প্রাইমের কাছে বিক্রি করবেন সেইসব ছবি আর ভিডিয়ো। তাই এত গোপনীয়তা!
‘ভিক্যাট’-এর বিয়েতে বলিউড থেকে গিয়েছেন কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিরা।আছেন বিখ্যাত পঞ্জাবি গায়ক গুরদাস মান। কনের সাজে ক্যাটরিনাকে দেখার জন্য উৎসুক হয়ে আছেন অনুরাগীরা।
For all the latest entertainment News Click Here