পর্দায় ভগ্নীপতির সঙ্গে লড়াই, বাস্তবে আয়ুষকে বকা দিতে ভয় পান সলমন! জানেন কেন?
পরিচালক মহেশ মঞ্জেকরের আসন্ন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’- ছবির দৌলতেই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সলমন খান ও তাঁর ছোট বোন অর্পিতার স্বামী, আয়ুষ শর্মা। সম্প্রতি, মুম্বইতে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির ট্রেলার লঞ্চে হাজির ছিলেন সলমন খান, আয়ুষ শর্মা এবং ছবির কলাকুশলীরা। প্রসঙ্গত মহেশ মঞ্জেরেকর পরিচালিত এই ছবিতে ‘ভাইজান’-কে দেখা যাবে একজন দুঃসাহসী শিখ পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যদিকে, একজন কুখ্যাত গ্যাংস্টারের চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন আয়ুষ শর্মা।
ছবিতে জমাটি অ্যাকশন সিকোয়েন্স থাকার পাশাপাশি এই দুই অভিনেতার মধ্যেও রয়েছে হাতাহাতির দৃশ্য। সিনেমার ভাষায় যাকে বলে ‘হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট’। তবে পর্দায় ভগ্নিপতিকে বেদম পেটালেও বাস্তবে তাঁকে ধমকানো তো দূরে থাক, কটাক্ষ বা সমালোচনা পর্যন্ত করেন না ‘ভাইজান’।
!['অন্তিম' ছবিতে পরস্পরের মুখোমুখি হবেন সলমন এবং আয়ুষ। (ছবি সৌজন্যে -হিন্দুস্তান টাইমস) 'অন্তিম' ছবিতে পরস্পরের মুখোমুখি হবেন সলমন এবং আয়ুষ। (ছবি সৌজন্যে -হিন্দুস্তান টাইমস)](https://images.hindustantimes.com/bangla/img/2021/10/30/original/antim_1635578177988.jpg)
ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নিজেই মঞ্চ থেকে এ কথা ফাঁস করলেন সলমন। এর পিছনে কারণও বলতে কসুর করেননি তিনি। তারকার কথায়, ‘ একেবারেই সমালোচনা করি না, বকাঝকা করি না আয়ুষকে। কারণ তা করলেই ও বাড়ি গিয়ে অর্পিতাকে জানাবে। ব্যাস! অর্পিতা তা নিয়ে আবার শুরু করবে আমার সঙ্গে। বাড়িতে টেকাটাই তখন মুশকিল হয়ে যাবে আমার। তাই ওসব কথা নিজের মনেই রাখি আমি’। অবশ্য নিজের বক্তব্যে রাখার তড়িঘড়ি পর সলমনের সংযোজন, ‘আয়ুষও অবশ্য ভালো ছেলে, যথেষ্ট শিক্ষিত। নিজের ভালোটা বোঝে। বুদ্ধি-শুদ্ধিও যথেষ্ট আছে। তাছাড়া মনের দিক থেকেও মানুষ হিসেবে ও মন্দ নয়। অন্তত এখনও পর্যন্ত তো ঠিকঠাকই রয়েছে’।
জানিয়ে রাখা ভালো, প্রযোজক সলমনের হাত ধরে বলিউড সফর শুরু করেছিলেন আয়ুষ। ২০১৮ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘লাভযাত্রী’, যার প্রযোজনার দায়িত্বে ছিল সলমন খান ফিল্মস।উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ নভেম্বর সলমন খানের বোন অর্পিতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন আয়ুষ। তাঁদের দুই সন্তান রয়েছে- আহিল ও আয়াত। বলিউডে নোপোটিজম বিতর্ক চরমে, তবে সেসবের পরোয়া না করে পরিবারের মানুষজনকে সবসময়ই এগিয়ে রাখেন সলমন।
For all the latest entertainment News Click Here