পর্দায় ফিরে এলেন সৌমিত্র, মুক্তি পেল কিংবদন্তির বায়োপিক ‘অভিযান’-এর ট্রেলার
পর্দায় ফের একবার ছক্কা হাঁকিয়ে ‘ফিরে’ এলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শনিবার মুক্তি পেল তাঁর বায়োপিক ‘অভিযান’-এর ট্রেলার।’শিল্পীর মৃত্যু হয় না’, অমোঘ এই প্রবাদবাক্যকেই যেন ফের একবার সত্যি করে সেই শিল্পের মাধ্যমেই দর্শকদের সামনে আরও একবার জীবন্ত হয়ে উঠলেন তিনি। ব্যক্তি ও শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের গোটা সফরনামাই এই সিনেমার নিউক্লিয়াস। আর এই কিংবদন্তি অভিনেতার এই ‘অভিযান’-কেই পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।
ছবির ট্রেলারে শুরুতেই শোনা গেল সৌমিত্রের সেই অতিপরিচিত জলদমন্দ্র স্বর, ‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি।’ ছবিতে যে সৌমিত্র কর্মজীবনের ব্যাপ্তির পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের নানান টুকরো টাকরা থেকে শুরু করে জীবন দর্শনের কথাও তুলে ধরা হয়েছে তা অচিরেই টের পাওয়া গেল এই ট্রেলারেই।ঝলক রয়েছে তাঁর রাজনীতি সচেতনতা নিয়েও। এছাড়াও ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানান অচেনা দিক নিয়ে আলোচনা করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী। স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন কৌশিক সেন, মমতা শংকর, ‘তোপসে’ সিদ্ধার্থ চট্টোপাধ্যায়-ও। ‘অভিযান’-এ তরুণ সৌমিত্রর ভূমিকায় দেখা গিয়েছে যিশু সেনগুপ্ত। প্রাপ্তবয়স্ত সৌমিত্রর ভূমিকায় দেখা গিয়েছে কিংবদন্তি অভিনেতা স্বয়ং এই কিংবদন্তি অভিনেতাকেই। ‘মহানায়ক’ উত্তমকুমারের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সৌমিত্র-কন্যা পৌলোমী বসু-র চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত। এবং সত্যজিৎ রায়ের বেশে দর্শকদের সামনে হাজির হবেন পরিচালক কিউ।
‘অভিযান’-এর ট্রেলারের একেবারে শেষে ফের একবার গমগমে স্বরে সৌমিত্রকে বলতে শোনা গেল, ‘আমিই যদি না থাকি, আর তো এই কথাগুলো বলা হবে না।’ অর্থাৎ, এককথায় এই ছবি যেন দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ীর জীবন সংগ্রামের দুঃসাহসিক অভিযান-এর গল্প। সৌমিত্রর চেনা, অচেনা বিভিন্ন দিক ‘অভিযান’-এ পেশ করবেন পরিচালক পরমব্রত। বাংলা নববর্ষ অর্থাৎ ১৫ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘অভিযান’।। শনিবার মুক্তি পেল তাঁর বায়োপিক ‘অভিযান’-এর ট্রেলার।’শিল্পীর মৃত্যু হয় না’, অমোঘ এই প্রবাদবাক্যকেই যেন ফের একবার সত্যি করে সেই শিল্পের মাধ্যমেই দর্শকদের সামনে আরও একবার জীবন্ত হয়ে উঠলেন তিনি। ব্যক্তি ও শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের গোটা সফরনামাই এই সিনেমার নিউক্লিয়াস। আর এই কিংবদন্তি অভিনেতার এই ‘অভিযান’-কেই পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।
ছবির ট্রেলারে শুরুতেই শোনা গেল সৌমিত্রের সেই অতিপরিচিত জলদমন্দ্র স্বর, ‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি।’ ছবিতে যে সৌমিত্র কর্মজীবনের ব্যাপ্তির পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের নানান টুকরো টাকরা থেকে শুরু করে জীবন দর্শনের কথাও তুলে ধরা হয়েছে তা অচিরেই টের পাওয়া গেল এই ট্রেলারেই।ঝলক রয়েছে তাঁর রাজনীতি সচেতনতা নিয়েও। এছাড়াও ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানান অচেনা দিক নিয়ে আলোচনা করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী। স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন কৌশিক সেন, মমতা শংকর, ‘তোপসে’ সিদ্ধার্থ চট্টোপাধ্যায়-ও। ‘অভিযান’-এ তরুণ সৌমিত্রর ভূমিকায় দেখা গিয়েছে যিশু সেনগুপ্ত। প্রাপ্তবয়স্ত সৌমিত্রর ভূমিকায় দেখা গিয়েছে কিংবদন্তি অভিনেতা স্বয়ং এই কিংবদন্তি অভিনেতাকেই। ‘মহানায়ক’ উত্তমকুমারের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সৌমিত্র-কন্যা পৌলোমী বসু-র চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত। এবং সত্যজিৎ রায়ের বেশে দর্শকদের সামনে হাজির হবেন পরিচালক কিউ।
‘অভিযান’-এর ট্রেলারের একেবারে শেষে ফের একবার গমগমে স্বরে সৌমিত্রকে বলতে শোনা গেল, ‘আমিই যদি না থাকি, আর তো এই কথাগুলো বলা হবে না।’ অর্থাৎ, এককথায় এই ছবি যেন দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ীর জীবন সংগ্রামের দুঃসাহসিক অভিযান-এর গল্প। সৌমিত্রর চেনা, অচেনা বিভিন্ন দিক ‘অভিযান’-এ পেশ করবেন পরিচালক পরমব্রত। বাংলা নববর্ষ অর্থাৎ ১৫ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘অভিযান’।
For all the latest entertainment News Click Here