পর্দায় ঘনিষ্ঠ হওয়ার আগে সঙ্গীর অনুমতি নেবেন? চাঁছাছোলা জবাব প্রতীক বব্বরের
ছবিতে চিত্রনাট্যের খাতিরেই থাকে এক বা একাধিক ঘনিষ্ঠ দৃশ্য। বিতর্ক উঠেছে সেইসব দৃশ্যে অভিনয়ের আগে কি কোনও অভিনেতা কিংবা অভিনেত্রীকে নিজের সঙ্গী অথবা সঙ্গিনীর অনুমতি নেওয়াটা জরুরি কি না। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বলিপাড়ার জনপ্রিয় মুখ প্রতীক বব্বর। বিতর্কের সূত্রপাত হয় যখন ‘গেহরাইয়া’ ছবির প্রচারের সময় এক ব্যক্তি দীপিকাকে জিজ্ঞেস করে বসেন যে ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিংয়ের আগে তিনি তাঁর স্বামী রণবীর সিংয়ের অনুমতি নিয়েছিলেন কি না।
এ প্রসঙ্গে স্পষ্ট করে প্রতীক জানিয়ে দেন পর্দায় কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার আগে কোনও অভিনেতা কিংবা অভিনেত্রী চাইলে তাঁর সঙ্গীর সঙ্গে সেই বিষয়ে আলোচনা করতেই পারেন, জানাতে পারেন যে কেমন ধরনের ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অভিনয় করবেন। কিন্তু সেই বিষয়ে অনুমতি নিতে যাবেন কেন? এখানেই কিন্তু থামেননি প্রতীক। আরও বলেছেন, ‘হয়ত কিছু কিছু বলি-অভিনেত্রী রয়েছেন যাঁরা তাঁদের সঙ্গীর থেকে এক্ষেত্রে অনুমতি চান। কিন্তু বিষয়টি আমার কাছে এক্কেবারে ভুল। আমার কথা, একটি ছবির চিত্রনাট্যের স্বার্থে যখন কেউ সেই দৃশ্যে অভিনয় করছেন, তাঁর সঙ্গীর সেই বিষয়টিকে সম্মান দেওয়া উচিত।’
এরপর এই বিষয়ে সঙ্গীর অনুমতি নেওয়ার কথা উঠলে রীতিমত গর্জে ওঠেন এই বলি-অভিনেতা। বলে ওঠেন, ‘কেন নিতে যাব সঙ্গীর থেকে অনুমতি? সে আমার মা না বাবা? আজব ব্যাপার। আবার বলছি এই বিষয়ে আলোচনা হতে পারে, পরামর্শ নিতে পারি কিন্তু অনুমতি? কোনও প্রশ্নই নেই। একজন অভিনেতা কিংবা অভিনেত্রীর সঙ্গীর বোঝা উচিত যে সেই মানুষটি নিজেই নিজের কেরিয়ার তৈরি করেছে। রীতিমতো পরিশ্রম করে। আমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আরে ভাই, আমি আমার বাবার থেকে পর্যন্ত অনুমতি নিই না। সেখানে সঙ্গীর থেকে নেওয়া তো দূরের কথা। ক্ষমা করবেন, আমার এই ভাষা প্রয়োগের জন্য।তবে যা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাইই বলেছি। ‘
For all the latest entertainment News Click Here