পর্দায় অসমবয়সী সম্পর্কের সমীকরণ! ‘গোধূলি আলাপ’ প্রসঙ্গে অকপট কৌশিক সেন
সোমবার থেকে স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিনেতা কৌশিক সেন। তাঁর চরিত্রের নাম অরিন্দম। পেশায় তিনি অ্যাডভোকেট। মাঝবয়সী এই দাপুটে মানুষটা ভাগ্যের পরিহাসে বাঁধা পড়েন মৌড়িগ্রামের অল্পবয়সী মেয়ে বহুরূপী নোলকের সঙ্গে। নোলকের ভূমিকায় অভিনয় করেছেন সোমু সরকার।
অরিন্দম রায় ও নোলকের অসমবয়সী প্রেমের গল্পই ‘গোধূলি আলাপ’। তাঁদের সম্পর্ককে মেনে নিতে পারেনি রায় পরিবার। ধারাবাহিকে হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে কৌশিক সেনের রোম্যান্স ফুটে উঠবে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। সোমবার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন এই ধারাবাহিকের অভিনেতারা।
অরিন্দম রায় ওরফে কৌশিক সেন এ দিন বলেন, ‘ধারাবাহিকে গল্পই নায়ক-নায়িকা। গল্পটি যদি ঠিকঠাক দর্শকের সঙ্গে কমিউনিকেট করা যায়, গল্পে গতি থাকলে, চরিত্রগুলো ভালোবাসার মতো হলে সিরিয়াল চলবে। আমরা আশেপাশে অনেক অসমবয়সী সম্পর্ক দেখি কিন্তু ছোটপর্দায় বা বড়পর্দায় সেগুলো দেখতে আমাদের অসুবিধা হয়। এখন দেখার এই ধারাবাহিক দর্শক কতটা গ্রহণ করে।’
‘কাকু’র বয়সী অ্যাডভোকেট অরিন্দমের সঙ্গে ভাগ্যের পরিহাসে সাতপাকে বাঁধা পড়বে বহুরূপী নোলক। দু’জনের বয়সের ফারাক বিস্তর। নোলকের চরিত্রে দেখা যাবে সোমু সরকারকে। এদিন সোমু বলেন কৌশিক সেনের সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার করতে মনে মনে একটু ভয় পেয়েছিলেন তিনি। কেমন হবে এই অসম বয়সের সম্পর্কের সমীকরণ? সেটাই দেখানো হবে ‘গোধূলী আলাপ’-এ।
For all the latest entertainment News Click Here