পর্দার সীতার আধুনিক পোশাক দেখে খচে আগুন ভক্তরা, জবাব এল দীপিকার থেকে
রামানন্দ সাগরের রামায়ণের সীতাকে মনে আছে? এই ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া। সকলে এখনও সেই সীতা বলেই চেনেন, জানেন। দারুণ জনপ্রিয় হয়েছিল সেই শো। কিন্তু এখন এই পর্দার সীতাকেই হাজারো কটাক্ষের মুখে পড়তে হয় রিলস আর ভিডিয়ো বানানোর জন্য। সবাই নাকি তাঁকে পরামর্শ দেয় যে তাঁর উচিত নয় এসব করা, কারণ সবাই তাঁকে সীতা হিসেবেই চেনেন।
দীপিকাকে হামেশাই তাঁর ইনস্টাগ্রামে একাধিক ট্রেন্ডিং বিষয়ে রিল পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি তিনি তাঁর জন্মদিন পালন করেছেন। অনুষ্ঠানের একটি ভিডিয়ো তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
আজতককে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একজন পাবলিক ফিগার হওয়ার দরুন আমি চেষ্টা করি যাতে আমার কোনও আচরণে আমার কোনও ভক্ত কষ্ট না পান। এমনকি আমি পুরনো দিনের গানেই রিল বানাই যাতে কারও অনুভূতিতে আঘাত না লাগে। কিন্তু তাও আমি মেসেজ পাই যে আমরা আপনাকে সীতা মা হিসেবে দেখেছি আপনি এগুলো করবেন না। এমন পোশাক পরবেন না। আমি জানি সবাই আমায় সীতা হিসেবেই চেনেন, সেই চরিত্রর জন্যই আমি পরিচিতি পেয়েছি। আমি তাই সাধারণ পোশাক পরেই ভিডিয়ো বানাই। আমি সেই সীমারেখা সবসময় বজায় রেখেছি।’
তিনি আরও বলেন, ‘তাও অনেকেই কষ্ট পান। কিন্তু সবার এটাও বোঝা উচিত যে আমি একজন অভিনেতা। একজন মানুষও। সবসময় এক থাকতে পারব না। কিছুদিন আগেই আমি অরুণ গভিলের সঙ্গে একটা ছবি করলাম সেখানে আমি রাগী গৃহবধূর চরিত্রে অভিনয় করেছি। আমি যেমন আমার ভক্তদের কথা ভাবি, তাঁদেরও আমার পছন্দ অপছন্দকে সম্মান জানানো উচিত।’
এই রামায়ণ ৮০ দশকে সম্প্রচারিত হতো। সেখান থেকে তিনি খ্যাতি পেয়েছিলেন। করোনার সময় আবার টিভিতে দেখানো হতো এই শো।
For all the latest entertainment News Click Here