‘পর্দার আড়ালে কী হচ্ছে, জানি না’, উমরান কেন দলে নেই, জানেন না SRH অধিনায়কই
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের প্লে-অফের আশা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ঝুলিতে আট পয়েন্ট নিয়ে এমন আবহেই বৃহস্পতিবার ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। প্লে অফের লড়াইতে না থাকার ফলে কিছুটা হলেও চাপমুক্তভাবে এই ম্যাচে খেলতে নামে হায়দরাবাদ। এমন আবহে দল খারাপ খেললেও রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে ম্যাচে হায়দরাবাদ দলে জায়গা পাননি তরুণ পেসার উমরান মালিক। তাঁর অনুপস্থিতি নিয়ে দলনায়ক এডেন মার্করামকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি নাকি এই বিষয়ে কিছুই জানেন না! দলের সদস্য সম্বন্ধে দলনায়কের এমন মন্তব্যে হতবাক সমর্থক থেকে ক্রীড়া বিশেষজ্ঞ সকলেই হতবাক।
বৃহস্পতিবার আরসিবির বিরুদ্ধে টসের পরেই এমন কথা বলে বসেন মার্করাম। উমরানের দলে না থাকা নিয়ে মুখ কোলেন। গত মরশুমে ‘কমলা’ বিগ্রেডের সেরা আবিষ্কার ছিলেন এই ভারতীয় পেসার। তবে এই মরশুমে খুব বেশি ম্যাচে তাঁকে খেলায়নি হায়দরাবাদের ম্যানেজমেন্ট। আরসিবি ম্যাচে দলে পরিবর্তন নিয়ে বিশদে আলোচনা করেন মার্করাম। এই সময়েই তিনি উমরানকে স্পেশাল ট্যালেন্ট বলেও আখ্যা দেন।
তবে এতকিছুর মধ্যেও ঠিক কী কারণে উমরানকে হায়দরাবাদের প্রথম একাদশে এই মরশুমে তেমন সুযোগ না দেওয়া প্রসঙ্গে সেইভাবে কিছু বলেননি উমরান। টসের পরে মার্করাম জানান, ‘এই উইকেটে আমরাও প্রথমে ব্যাট করতেই চাইতাম। এই মরশুমে আমাদের দলের সবথেকে বড় শক্তি আমাদের দলের বোলাররা। আজ (আরসিবি ম্যাচে) আমাদের দলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। হ্যারি ব্রুক দলে এসেছে। কার্তিক ত্যাগীকে নেওয়া হয়েছে। ম্যাচে নীতীশের অভিষেক হবে।’
উমরান মালিক প্রসঙ্গে তিনি জানান, ‘সত্যি বলছি আমি জানি না ঠিক কী কারণে প্রথম একাদশে নেই উমরান! সত্যি বলতে ও এমন এক ক্রিকেটার যার মধ্যে এক্স ফ্যাক্টর রয়েছে। প্রতি ঘণ্টায় ১৫০ কিমি বেগে ও বল করতে পারে। তবে সত্যি বলছি, আমি জানি না পর্দার আড়ালে কী হচ্ছে। এখন ওকে অনেক সম্মানের লড়াই লড়তে হবে। ভালো পারফরম্যান্স করতে উমরান দৃঢ়প্রতিজ্ঞ।’
For all the latest Sports News Click Here