‘পর্দায় শুধুই অল্পবয়সী, ফর্সা, পাতলা, ধনী মহিলাদের যৌনতা দেখানো হয়’ বলছেন কঙ্কনা
‘শরীর থাকলে যৌন লালসা, যৌনতার বাসনা থাকবেই’। এমনই ভাবনাকে বিষয় করে, বিশেষত মহিলাদের যৌনতা, যৌন লালসাকে বিষয় করেই তৈরি হয়েছে ‘লাস্ট স্টোরিজ-২’। যার একটি গল্প পূজা টোলানির সঙ্গে মিলে লিখেছেন কঙ্কনা। এপ্রিলে সেই গল্পের শ্য়ুটিং শুরু করেছিলেন কঙ্কনা। সম্প্রতি কীভাবে স্টোরি আইডিয়া এল সেকথা এক সাক্ষাৎকারে খোলসা করেন কঙ্কনা। বলেন, একবার তাঁর এক বন্ধু দুজন মানুষকে উদ্দাম যৌনতায় লিপ্ত হতে দেখে ফেলেছিলেন, সে গল্প থেকেই তাঁর ‘লাস্ট স্টোরিজ’-এর জন্য গল্প মাথায় এসেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্কনা বলেন, ‘পর্দায় কখনওই মহিলাদের যৌনতাকে বৈচিত্রময় লেন্সে তুলে ধরা হয় না। কারণ, সব মহিলারা তাঁদের যৌন লালসার কথা প্রকাশ্যে আনতেও চান না। বিশেষ করে পর্দায় কখনওই বয়স্ক মহিলাদের যৌন আকাঙ্খার বিষয় দেখানো হয় না। বিভিন্ন মহিলার যৌন লালসাা ভিন্ন। তবে আমাদের কাছে এটা তুলে ধরার পরিসর খুবই সংকীর্ণ, সব রকম যৌনতাকে আমরা পর্দায় তুলে ধরতে পারি না। সাধারণত অল্পবয়সী, ফর্সা, পাতলা এবং ধনী মহিলাদের যৌনতার কথাই পর্দায় উঠে আসে।’
আরও পড়ুন-খাওয়া-পান করার মতোই মহিলাদের ‘যৌন সুখ’কেও স্বাভাবিক চোখে দেখা উচিত: কাজল
কঙ্কনা সেন শর্মা বলেন, যদিও লাস্ট স্টোরিজ-২ এ তাঁর পরিচালিত গল্পটি একটু আলাদা। যেখানে বাড়ির পরিচারিকা (অম্রুতা সুভাষ)-কে ডেলিভারি বয়ের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে দেখে ফেলেন বাড়ির মালিক তিলোত্তমা সোম। এরপর তাঁকে ফোনে এক বন্ধুকে বলতে দেখা যায়, ‘সীমা দিদি আমার বিছানায়!’ পরের দৃশ্যে দেখা যাবে ওই পরিচারিকার সঙ্গে তাঁর মধ্যে ঝগড়া চলে কে বেশি ‘নোংরা মহিলা’ সেই বিষয নিয়ে।
প্রসঙ্গত, যৌনতা অচ্ছুৎ নয়, ২০১৮-তে ‘লাস্ট স্টোরিজ’-এ একথাই বলতে চেয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, করণ জোহর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়। এবার মহিলাদের যৌনতার ৪ গল্প নিয়ে আসছেন কঙ্গনা সেন শর্মা অমিত শর্মা, সুজয় ঘোষ ও আর বালকি।
For all the latest entertainment News Click Here