পর্দায় আবার শরৎ-কাল! ‘অভাগীর স্বর্গ’ গড়ে তুলবেন মিথিলা-অনির্বাণ
এক সময়ে বাংলা সিনেমা ছিল খুবই সাহিত্য নির্ভর। কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, কখনও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কখনও বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো সাহিত্যিকদের বহু কালজয়ী কাহিনি নিয়ে একের পর এখ সিনেমা তৈরি হয়েছে বাংলায়। সময় বদলেছে। তার সঙ্গে বদলেছে দর্শকের রুচি এবং চাহিদাও। এখন সেই অনুয়ায়ী নিজেদের ছবির ধরন-ধারণও বদলেছেন পরিচালক এবং নির্মাতারা। কিন্তু পুরনো কোনও কালজয়ী সাহিত্য যদি আবার পর্দায় ফিরে আসে? হালে তেমনই ঘটতে চলেছে। ফিরে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সৃষ্টি ‘অভাগীর স্বর্গ’।
সম্প্রতি টলিপাড়ার অন্দর থেকে জানা গিয়েছে পরিচালক অনির্বাণ চক্রবর্তী তৈরি করতে চলেছে এই ‘অভাগীর স্বর্গ’-এর কাহিনি নির্ভর একটি সিনেমা। সেই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে রাফিয়াদ রশিদ মিথিলাকে। এছাড়াও থাকছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।
তবে হুবহু ‘অভাগীর স্বর্গ’-এর কাহিনির আদলে এই ছবি তৈরি করছেন না পরিচালক। তিনি জানিয়েছেন, সিনেমার প্রয়োজনে তিনি ছবির কাহিনি কিছুটা বদলে নিয়েছেন। এই কাহিনিকে নিয়ে আশা হয়েছে সত্তর এবং আশির দশকে। ‘অভাগীর স্বর্গ’-এর নামও এখানে বদলে গিয়ে সিনেমার নাম হচ্ছে ‘ও অভাগী’। ফলে সময়ের ছাপ পড়বে এই ছবির কাহিনিতে। সে কথা স্পষ্ট জানিয়েছেন পরিচালক। প্রয়োজনে বেশ কিছু সংযোজন এবং পরিমার্জন করতে হয়েছে কাহিনির। সে কথাও জানিয়েছেন তিনি।
(আরও পড়ুন: পর্দায় সুরূপা গুহর ‘সত্যি’ ঘটনা, ভয়ঙ্কর মৃত্যুরহস্যের জট কাটাবে কি অরিন্দমের ছবি)
এই ছবিতে মিথিলাকে দুই বয়সে দেখা যাবে। এখটি সময়ে তাঁর অভিনীত চরিত্রের বয়স ১৬। আর অন্য সময়ে ৩০। দু’টিতেই তাঁকে আলাদা আলাদা করে দারুণ মানাচ্ছে বলেও জানিয়েছেন পরিচালক। কেন এই সময়ে এসে আবার শরৎচন্দ্রের কাহিনি নিয়ে ছবি? এক সংবাদপত্রকে পরিচালক জানিয়েছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাকে বরাবরই তাঁর খুব সিনেম্যাটিক বলে মনে হয়। আর সেই কারণেই এই কাহিনির সময়কাল বদলে এটি নিয়ে দারুণ ছবি তৈরি করা সম্ভব বলে তাঁর মনে হয়েছিল। সেই সংবাদপত্রকে মিথিলাও একই কথা জানিয়েছেন। বলেছেন, সেই সময়ের এক গল্পকে যেভাবে সত্তরের দশকে নিয়ে আসা হয়েছে, যেভাবে এটির অ্যাডপটেশন হয়েছে, সেটি তাঁর দারুণ লেগেছে। সেই কারণেই ছবিটি করতে রাজি হয়েছেন তিনি। কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে খুব তাড়াতাড়িই শেষ করার ইচ্ছা আছে পরিচালকের। তা তিনি জানিয়েছেন।
For all the latest entertainment News Click Here