পর্তুগাল কোচের পদ থেকে সরছেন স্যান্টোস!
মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছে ক্রিশ্চয়ানো রোনাল্ডোর। বিশ্বকাপ অভিযান শেষ হতেই পর্তুগাল কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফার্নান্দো স্য়ান্টোস। সরকারিভাবে সেই কথা না জানালেও পর্তুগাল দল সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে।
পর্তুগিজ সংবাদ সংস্থা সূত্রে খবর, স্য়ান্টোস ইতিমধ্য়েই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পর্তুগাল ফুটবল সংস্থাকে। বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে হার কোনওভাবেই মেনে নিতে পারছেন না স্য়ান্টোস। ঠিক সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে গোটা ফুটবল বিশ্ব।
এবারের বিশ্বকাপে কোচ স্য়ান্টোসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায় রোনাল্ডোকে। বিশ্বকাপের শেষ দুই ম্য়াচে সিআর সেভেনকে প্রথম একদশে না রাখার সিদ্ধান্ত নেন পর্তুগাল কোচ। যা নিয়ে কম জলঘোলা হয়নি। সমর্থকদের কাছে ভিলেন হয়ে যান স্য়ান্টোস। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। তাঁর স্পষ্ট কথা, ‘বড় নামের পিছনে নয়। যে ভালো পারফরম্য়ান্স করবে সে দলে জায়গা পাবে।’ পর্তুগাল কোচের এই মন্তব্য়ের পরই রোনাল্ডোর সমর্থকরা আরও রেগে যান। কিন্তু তাতেও পিছনে হাঁটেননি তিনি।
আরও পড়ুন:- দায়িত্ব নিয়েছিলেন অগস্টে, আচমকাই নেপালের হেড কোচের পদ ছাড়লেন প্রভাকর
পর্তুগাল দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কার্যত পাকা স্য়ান্টোসের। ইতিমধ্য়েই তিনি নাকি কাউন্ট্রি ফুটবল ফেডারেশনে সঙ্গ চুক্তিবদ্ধ হয়েছেন। সূত্রের খবর সেই কথা স্ট্য়ান্টোস নিজেই নাকি জানাবেন। এখন এটাই দেখার বিষয়, পর্তুগাল কোচের দায়িত্ব কার কাঁধে ওঠে।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
২০১৪ সাল থেকে পর্তুগাল দলের সঙ্গে যুক্ত স্য়ান্টোস। স্য়ান্টোস কোচ থাকলেও বিশ্বকাপে তেমন একটা সাফল্য় পায়নি পর্তুগাল। তবে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্য়াম্পিয়নশিপ এবং ২০১৮-১৯ মরশুমে উয়েফা নেশনস লিগ জিতিয়েছেন তিনি। ফলে স্য়ান্টোস সরে গেলে পর্তুগাল ফুটবলে একটি যুগের অবসান ঘটবে।
For all the latest Sports News Click Here