পর্তুগালের ১ম গোল রোনাল্ডো না ব্রুনোর? ঠিক করল অ্যাডিডাস বলের সেন্সর
শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপে যে বলে খেলা হচ্ছে সেই অফিসিয়াল বলের প্রস্তুতকারক প্রখ্যাত কোম্পানি অ্যাডিডাস। তাঁরা এইবার এক বিশেষ পদ্ধতিতে তৈরি করেছে এই ম্যাচ বল। বলের ভিতরে দেওয়া হয়েছে সেন্সর। আর এবার এই সেন্সরের এক অভিনব ব্যবহারের সাক্ষী থাকল ফিফা বিশ্বকাপের মঞ্চ। উরুগুয়ে বনাম পর্তুগাল ম্যাচে দেখা গেল সেই সেন্সরের ব্যবহার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না ব্রুনো ফার্নান্দেজকে পর্তুগালের হয়ে উরুগুয়ের বিরুদ্ধে করেছেন তাঁদের প্রথম গোল তা ঠিক করে দিল এই সেন্সর!
সোমবার রাতে গ্রুপ এইচের ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল এবং উরুগুয়ে। ম্যাচে পর্তুগিজ অধিনায়ক রোনাল্ডো ভেবেছিলেন যে তিনি হয়ত প্রথম গোলটি করেছিলেন। শেষ টাচটি এসেছে তাঁর পা থেকে। আইকনিক লুসেইল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পর্তুগাল এবং উরুগুয়ে। ম্যাচে ওই গোলটি অবশ্য রোনাল্ডোকে নয় দেওয়া হয় ব্রুনোকেই। যা নিয়ে অসন্তুষ্ট হন পর্তুগিজ অধিনায়ক। ম্যাচ শেষ হওয়ার পরেও বিষয়টি নিয়ে রেফারির সঙ্গে বাদানুবাদ করতে দেখা যায়।
অ্যাডিডাসের তরফে বলের সেন্সর ব্যবহার করে নিশ্চিত করা হয় গোলটি কে করেছেন। ম্যাচের ৫৪ তম মিনিটে রোনাল্ডো বাঁ প্রান্ত দিয়ে একটি ক্রস করেন। পর্তুগিজ অধিনায়ক রোনাল্ডো লাফিয়ে উঠে বলটি হেড দিতে যান। বল গোলে ঢুকে যায়। রোনাল্ডো নিজেই গোলটি করেছেন ভেবে উদযাপনও শুরু করেন। কিন্তু জায়ান্ট স্ক্রিনে দেখা যায় গোলটি করেছেন ব্রুনো। এই গোলটি রোনাল্ডোর হলে পর্তুগালের হয়ে বিশ্বকাপ ইতিহাসে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হতেন। ম্যাচে ব্রুনো জোড়া গোল করে। ম্যাচ জিতে নক আউটের টিকিটও নিশ্চিত করেছে পর্তুগাল।
For all the latest Sports News Click Here