পরের T20 বিশ্বকাপ কি খেলবেন বিরাট-রোহিত? প্রধান নির্বাচকের হেঁয়ালি ভরা উত্তর
আইসিসি-র নতুন ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছরই প্রায় বড় টুর্নামেন্ট হওয়ার কথা। আগামী বছর ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ হতে চলেছে। তার পরের বছর ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা
মিলে টি২০ বিশ্বকাপ আয়োজন করবে। ২০ দল অংশগ্রহণ করবে ক্রিকেটের এই মহাযজ্ঞে। অনেকটা সময় বাকি তার জন্য, কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সেই বিশ্বকাপে কি ভারতীয় দলে দেখা যাবে দুই বর্ষীয়ান তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। নিউ জিল্যান্ড ও বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করার পর সেই প্রশ্ন ধেয়ে আসে প্রধান নির্বাচক চেতন শর্মার দিকে। কোনও সরাসরি জবাব অবশ্য তিনি দেননি। তবে এই নিয়ে যে একটা ধোঁয়াশা আছে নির্বাচকদের মনেও, সেটা কার্যত প্রকাশ হয়ে গিয়েছে তাঁর উত্তরে।
চেতন শর্মা গতকাল বলেন যে বিশ্বকাপের পর একটু নতুন ভাবে টি২০ খেলার কথা ভাবা হবে। স্বভাবতই তখন প্রশ্নে ওঠে, সেই নতুন প্ল্যানে কি জায়গা পাবেন রাহুল ও বিরাট। উত্তরে কিছুটা ক্ষিপ্ত ভাবে চেতন শর্মা বলেন যে এতবড় টুর্নামেন্ট চলছে। তারমধ্যে কীভাবে আপনারা ভাবেন যে কোনও প্লেয়ারের সঙ্গে আমি কথা বলব। টুর্নামেন্টের মাঝে কথা বলা উচিত নয়। তবে রোহিত ও কোহলির ভবিষ্যত যে কার্যত তাঁদেরই হাতে সেটাও বলেন তিনি। চেতনের কথায়, ওরা এত বড় প্লেয়ার। যদি ওদের কিছু মনে হয়, তাহলে আমাদের কাছে এসে বলতে পারে।
রোহিত ও কোহলি দলে থাকলে তরুণরা কতটা অনুপ্রাণিত হয়, শিখতে পারে সেই কথাও তুলে ধরেন চেতন শর্মা। তিনি বলেন একসঙ্গে ট্রেনিং করলেও কিছুটা শেখা যায়। কীভাবে ম্যাচের জন্য এই সব প্লেয়াররা তৈরি হচ্ছেন, কীভাবে বিভিন্ন পরিস্থিতিকে সামাল দিচ্ছেন সেটা বুঝতে শেখে নবীন ক্রিকেটাররা। নির্বাচকদের যে বয়স নিয়ে কোনও ছুতমার্গ নেই সেকথাও বলেন তিনি। তাঁর কথায় নির্বাচন কমিটি অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার নিতে চায়, টি২০তেও। ভারতীয় দলের দরজা যে কোনও প্লেয়ারের জন্য কখনো বন্ধ হয়ে যায় না, সেই কথাও বলেন তিনি। তাঁর মতে, কেউ যদি ধারাবাহিক ভাবে পারফর্ম করে, রান স্কোর করে, তাহলে নির্বাচকরা অবশ্যই তাঁকে দলে নিতে পারে।
টি২০ বিশ্বকাপের ঠিক পরেই নিউ জিল্যান্ডে যাচ্ছে ভারত। সেখানে টি২০ সিরিজে ভারতের ক্যাপ্টেন্সি করবেন আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর সহকারী হবেন ঋষভ পন্ত যিনি এই মুহূর্তে দলে সুযোগ পাচ্ছেন না। রাহুল, বিরাট ও রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে দীনেশ কার্তিক ও রবি অশ্বিনকে দলে সুযোগ দেওয়া হয়নি যেটা বিশেষ তাৎপর্যপূর্ণ। পরের বিশ্বকাপ সাইকেলের জন্য কী তাহলে এই দুই প্লেয়ারকে ধর্তব্যের মধ্যে রাখছেন না নির্বাচকরা। বিরাট ও বিশেষত অধিনায়ক রোহিতের ভবিষ্যতই বা কী। এই সব প্রশ্নের উত্তর মিলবে ভবিষ্যতেই।
For all the latest Sports News Click Here